পশ্চিমবঙ্গ পুলিশে নতুন শূন্যপদ ২০২০-২১, wbp police constable উচ্চতা ওজন যোগ্যতা বয়স বিস্তারিত বাংলায়

পশ্চিমবঙ্গ পুলিশের নতুন শূন্যপদ 2020-21  উচ্চতা/ওজন/যোগ্যতা/শূন্যপদ/নিয়োগ পদ্ধতি । 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
https://www.yuktidhara.com/2020/10/ wbp-police-constable-new-vacancy-2020-21-latest-uodate.html
Wbp police job

যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর চাকরি তে অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং আবেদন করতে চান অবশ্যই আবেদন করার আগে বিস্তারিত তথ্য আপনাকে জেনে নিতে হবে। 

যেমন :- 1. শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে। 

2. পুলিশের জন্য উচ্চতা কত প্রয়োজন 3.পুরুষের উচ্চতা কত প্রয়োজন 4.মহিলাদের উচ্চতা কত প্রয়োজন 

5.দৌড় কত মিটার হয় কত সময় থাকে 6.বুকের ছাতি কেমন প্রয়োজন 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

7.পরীক্ষার সিলেবাস কেমন

8.সিলেকশন প্রসেস কিরকম 

9.কাট অফ কেমন হয় 

10.এবারের cut-off কেমন গেল 11.আগামীতে কত সংখ্যক কনস্টেবল নিয়োগ হবে, বিস্তারিত তথ্য এক নজরে দেখুন। 

 

পুলিশের জন্য উচ্চতা কত প্রয়োজন:- পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করতে গেলে আপনার শারীরিক উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় – 167 সেন্টিমিটার। 

গোর্খা রাজবংশী এবং সিডিউল ট্রাইব হলে 160 সেন্টিমিটার। 

মেয়েদের বেলায় – 160 সেন্টিমিটার। 

গোর্খা রাজবংশী এবং সিডিউল ট্রাইব হলে 152 সেন্টিমিটার। 

 

বুকের ছাতি কেমন প্রয়োজন :- পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য আপনার বুকের ছাতি অন্তত না ফুলিয়ে 78 সেন্টিমিটার, ফুলিয়ে 83 সেন্টিমিটার। এছাড়া গোর্খা রাজবংশী এবং সিডিউল ট্রাইব হলে 76/81 সেন্টিমিটার বুকের ছাতি লাগবে। 

মেয়েদের বেলায় বুকের ছাতি কোন প্রয়োজন নেই। 

 

ওজন কত লাগবে:- উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে ছেলে এবং মেয়েদের। 

 

দৌড় কত মিটার হয় কত সময় থাকে:- পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য ছেলেদের দৌড় করতে হবে 6.30 মিনিটে 1600 মিটার। 

মেয়েদের বেলায় দৌড় করতে হবে 2 মিনিটে 400 মিটার। 

 

নিয়োগ পদ্ধতি কিরকম :- পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির জন্য নিয়ম পদ্ধতি (i)প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা। 

(ii) শারীরিক মাপজোক এর পরীক্ষা এবং দৌড়। 

(iii) মেন পরীক্ষা । 

(iv) ইন্টারভিউ । 

(v) ফাইনাল রেজাল্ট । 

(vi) মেডিকেল । 

(vii) জয়েনিং। 

 

কাট অফ কেমন হয় :- পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের জন্য প্রতিবছর আলাদা আলাদা কাটাপ হয় এই ব্যাপারটি প্রার্থীদের পরীক্ষার পর কমেন্টস কতগুলি প্রার্থী সিলেক্ট হয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে তার উপরে নির্ভর করে কার টপ তৈরি হয়। 

 

এবারের cut-off কেমন গেল:- পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2019 এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবারের কাট অফ অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি মোটামুটি ভাবে সব মিলিয়ে যারা 50 এর উর্ধে পেয়েছেন তাদের ভেতরে অনেকেই সিলেক্ট হয়েছেন। 

 

নতুন শূন্যপদ কবে প্রকাশিত হবে :- 8000+ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর শূন্য পদ খুব শিগগিরই প্রকাশিত হতে চলেছে 2020-21 সালে এইনিয়মটি সম্পন্ন হবে। তাই ছাড়াইবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর ফরম ফিলাপ করবেন বলে মনে করেছেন তাঁরা তৈরি থাকুন এ বছরের শেষে অথবা 2021 সালের শুরুতে নতুন নোটিফিকেশন প্রকাশিত হতেপারে  যেখানে আপনারা অনলাইন থেকে আবেদন করতে পারবেন। আরও নতুন খবর পেতে অফিসিয়াল ওয়েবসাইট www.wbpolice.gov.in ফলো করুন।ধন্যবাদ

Share post

3 thoughts on “পশ্চিমবঙ্গ পুলিশে নতুন শূন্যপদ ২০২০-২১, wbp police constable উচ্চতা ওজন যোগ্যতা বয়স বিস্তারিত বাংলায়”

Leave a Comment