Jomir Dolil Download: জমি বা বাড়ির যে কোন দলিলের সার্টিফায়েড কপির জন্য আর দালাল বা মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ হতে হবে না। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে এই West Bengal Certified Copy of Deed এখন শুধুমাত্র অনলাইনে সংগ্রহ (Download) করা যাবে। সরকারের এই পদক্ষেপের ফলে একদিকে যেমন সাধারণ মানুষ দালাল চক্রের হয়রানি থেকে মুক্তি পাবেন অন্যদিকে সরকারি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে জনসাধারণের জন্য।
Jomir Dolil Download বা দলিলের সার্টিফায়েড কপি এর সুবিধা
জমি কিংবা বাড়ি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে দলিলের সার্টিফায়েড কপির প্রয়োজন পড়ে। যেমন, জমির মিউটেশন, বিদ্যুৎ মিটারের নাম পরিবর্তন, ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক লোন বা মর্টগেজের ক্ষেত্রে এই কপি আবশ্যক। বিশেষজ্ঞদের মতে, কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল একজনের কাছে থাকে এবং বাকিরা সার্টিফায়েড কপি সংগ্রহ করে রাখেন। তবে এতদিন এই নথি সংগ্রহের জন্য সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হতো তবে এবার সেটা থেকে রেহাই পাবে।
এতদিন আমরা জমি কিংবা বাড়ির দলিলের সার্টিফাইড কপি ২০০৭ সাল পর্যন্ত পেয়েছি। তবে এবার ১৯৬৫ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত জমির দলিল ডাউনলোড করতে পারবেন।
দলিলের সরকারি খরচ মাত্র ১০০ থেকে ১৫০ টাকা তবুও দালাল চক্র এর সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে থাকে। বর্তমানে জমি বাড়ি পুরনো দলিল ডিজিটাইজেশন এর কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং সরকারের নির্দিষ্ট পোর্টালে সংরক্ষণ করা হয়েছে।
Jomir Dolil Download জমি বাড়ির দলিল ডাউনলোড অনলাইন পদ্ধতি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও ফী বাবদ
সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী একটি দলিলে সার্টিফাইড কপি পেতে খরচ হয় -আবেদন ফি ১০ টাকানন-জুডিশিয়াল স্ট্যাম্প ১০ টাকাসার্চিং ফি ২ টাকাইন্সপেকশন ফি ২ টাকাপ্রতি পাতা কপি করার জন্য ৭.৫০ টাকা। সবমিলিয়ে অনলাইনে জমি বা বাড়ির দলিল নেওয়ার জন্য আপনার খরচ হবে ১৫০ – ২০০ টাকার মধ্যে।
DOWNLOAD WB CERTIFIED COPY OF DEED প্রয়োজনীয় ডকুমেন্ট
(ক) দলিল নাম্বার DEED NUMBER আপনি যে দলিল ডাউনলোড করবেন তার নাম্বার অবশ্যই প্রয়োজন হবে। (খ) দলিল রেজিস্ট্রেশনের অফিস ADSR এর নাম এবং ঠিকানা। (গ) দলিল রেজিস্ট্রেশনের সাল year of registration অর্থাৎ আপনি কোন বছরে দলিলটি রেজিস্ট্রেশন করেছেন তার তথ্য।
অনলাইন ব্যবস্থা ডিজিটাইজেশনে সাফল্য
রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তে এখন থেকে জমি কিংবা বাড়ির দলিলের সার্টিফায়েড কপি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এই ব্যবস্থা চালু হওয়ায় দালালদের মাধ্যমে হয়রানির দিন শেষ হয়েছে। অর্থদপ্তরের অধীনস্থ ডিরেক্টর অব রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি বিভাগ ১৯৮৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন এবং যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং বর্তমানে ৬৫ সাল পর্যন্ত সমস্ত দলিলের ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে যা খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুনঃ জেলা পুলিশে চাকরি আবেদন চলছে ফর্ম জমা করুন।
✅আরও পড়ুন : ওবিসি মামলার রায় কী জানালো সুপ্রিম কোর্ট।
কী বলছে নতুন নিয়ম?
অনলাইনেই পাবেন সার্টিফায়েড কপি, এখন থেকে শুধুমাত্র অনলাইনে সার্টিফায়েড কপি ডাউনলোড করা যাবে। একান্তই যদি কোনো নথি অনলাইনে না পাওয়া যায়, তবেই রেজিস্ট্রি অফিসে গিয়ে কপি তোলার অনুমতি দেওয়া হবে।
কোথা থেকে কিভাবে পাবেন দলিলের সার্টিফাইড কপি
ডিরেক্টরেটের পোর্টাল বা ই-ডিসট্রিক্ট পোর্টালের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। যারা অনলাইনে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা পাবেন।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি রয়েছে
এই নতুন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য একটি সহজ সুরক্ষিত রাস্তা দিল যা মানুষকে দালাল চক্রান্ত থেকে বাঁচতে এবং দলিল সংগ্রহে নিজের খরচ কমাতে সাহায্য করবে। কলকাতার বাসিন্দা রাহুল সরকার বলেন, “এতদিন দালালদের কাছে হাজার হাজার টাকা দিতে হতো। এখন অনলাইনে কয়েক ক্লিকেই সার্টিফায়েড কপি পেয়ে যাচ্ছি , এটা সত্যিই সরকারের একটি অভিনব উদ্যোগ। এতে করে আগামীতে মানুষকে আর জমি বাড়ির দলিল সংগ্রহের জন্য আর হয়রানের শিকার হতে হবে না।
Download Certified Copy Registered Deed (Jomir Dolil Download): CLICK HERE
আরও পড়ুনঃ প্রচুর রেশন কার্ড বাতিল হবে, পথে নামছে আয়কর দপ্তর বিস্তারিত জেনে নিন এখনই।
যেকোনো ধরনের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হয়ে থাকুন। নিচের লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যান।