Banking News: ব্যাংক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, বদলে যেতে পারে ব্যাঙ্কিং সিস্টেম। যদি এই ৪ টি ব্যাংকের কোনোটিতে আপনার একাউন্ট থাকে এবং সেখানে টাকা জমানো থাকে তাহলে এবার আপনার জমানো টাকার কি হবে সেটা জানা খুব দরকার।
এর সাথে জানতে হবে যদি এই ৪ টি ব্যাংকের অস্তিত্ব আর না থাকে তাহলে কোথায় গেলে বা কোন ব্যাংকে গেলে আপনি আপনার জমানো টাকা আবার আগের মত লেনদেন করতে পারবেন।
নীতি আয়োগ এর আগেই পরামর্শ দিয়েছিল যে ইন্ডিয়ান অর্ভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত ছোট ছোট পাবলিকসেক্টর ব্যাংকগুলির বেসরকারিকরণ বা পুনর্গঠন করতে হবে।
আমরা জানি ,SBI, BOB, PNB, CANARA এই ব্যাংকগুলি ইতিমধ্যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এবার বাকি থাকা পাবলিক সেক্টর ব্যাংকগুলি বেসরকারি করার চিন্তা ভাবনা শুরু হয়েছে। অর্থাৎ ছোট ছোট ব্যাঙ্ক গুলিকে বড় ব্যাংকার সাথে মিলিয়ে দেওয়া হবে। সোনা যাচ্ছে খুব শিগ্রই এই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।
কোন কোন গুলোকে মার্জ করে দেওয়া হতে পারে , মানি কন্ট্রল এর রিপোর্ট অনুযায়ী – ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI), ও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BOM) কে বড় ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হতে পারে।
Also Read
বাড়িতে বসে কাজ করে ইনকাম করুন ।
শোনা যাচ্ছে , SBI, PNB, BOB এর রকম বড় ব্যাংকের সাথে সেই ব্যাঙ্ক গুলোকে মিলিয়ে দেওয়া হতে পারে। তখন আপনার জমানো টাকা এই সব বড় ব্যাংকে থেকেই লেনদেন করতে পারবেন । তবে আপনাকে আগে জেনে নিতে হবে বৰ্তমানে আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সেটা কোন ব্যাংকার সাথে মার্জ হচ্ছে।
এর আগে ২ ০ ১ ০ সালে ১ ০ টি পাবলিক সেক্টর ব্যাংক কে ৪ টি ব্যাংকে মিলিত করেছিল। তবে আপনার চিন্তার কোনো ব্যাপার নেই সব আপডেট এই পেজ থেকেই পাবেন কখন কি হচ্ছে। তাই নিচেই দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম ও whatsapp এ যুক্ত হয়ে থাকুন।