NCTE New Recuritment Assistant stenographer C & D , NCTE lower Division Clark and DEO New recruitment notification

 ভারতীয় শিক্ষক শিখন কাউন্সিলে একাধিক শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করেদেওয়া হয়েছে। এখানে যে সমস্ত পদ গুলি রয়েছে সব পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গা থেকেই আবেদন করা যাবে। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
Ncte job recruitment

কোন কোন পদ রয়েছে :- অ্যাসিস্ট্যান্ট , স্টেনোগ্রাফার গ্রেড সি , স্টেনোগ্রাফার গ্রেড ডি , লোয়ার ডিভিশন ক্লার্ক , ডাটা এন্ট্রি অপারেটর। 

বয়স কত লাগবে :- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

পরীক্ষা কিভাবে হবে :- সমস্ত পদের জন্যই অনলাইন পরীক্ষা হবে , কম্পিউটার বেস্ট টেস্ট পরীক্ষা। 

আবেদনের শুরু ও শেষ তারিখ :- অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২০.০৮.২০২০ সকাল ১০ টা  থেকে। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

অনলাইন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১৯.০৯.২০২০ সকাল ১১ টা ৫৯ পর্যন্ত। 

সবকিছু কমপ্লিট করে ফাইনাল সাবমিট করার শেষ সময় ১৯.০৯.২০২০ সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

নির্দেশিকা কী রয়েছে :- 

  • শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। 
  • ফর্ম ফিলাপ করার আগে সব ডকুমেন্ট সহ যাবতীয় তথ্য গুছিয়ে নিয়ে বসুন। 
  • একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে। 
  • একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে। 
  • ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 
  • আবেদন করার সময় টাকা কাটানোর জন্য ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ডিটেলস জেনেনিন। 
  • অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফের গ্রেড সি পদের জন্য ১২৫০ টাকা কাটাতে হবে। 
  • স্টেনোগ্রাফার গ্রেড ডি এবং ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর এর জন্য ১০০০ টাকা কাটাতে হবে। 
  • এস সি  / এস টি / শারীরিক বিকলাঙ্গ  এবং এন সি টি ই চাকুরী জীবি ও মহিলা এবং সার্ভিসমানদের কোনো আবেদন ফী দিতে হবে না। 
  • এখনকার তোলা  জেপিইজি ফর্মাটে ফটো স্ক্যান করবেন। 
  • কালো কলমের বলপেন দিয়ে সই করে স্ক্যান করবেন। 

কিভাবে আবেদন করবেন :- আবেদন করার জন্য অনলাইনে এন সি টি ই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। অন্য কোনো ভাবে আবেদন করলে আবেদন গ্রাহ্য করাহবে না। 

আবেদন করার সময় অবশ্যই বৈধ ইমেইল আইডি দেবেন ,কারণ পরে সেই ইমেইল আইডি তে  আপনার admit পাঠাবে তারা। যদি আপনার ব্যক্তিগত ইমেইল না থাকে তাহলে আপনি প্রথমে একটি ইমেইল আইডি তৈরী করে নিন তারপর আবেদন করুন। 

নিজের নাম বাবার নাম ঠিকানা জন্ম তারিখ সব কিছু সঠিক ভাবে লিখবেন ,যদি এগুলি পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয় তাহলে আপনাকে বাতিল করেদিতে পারে। এই সব সঠিক বাবান গুলি মাধ্যমিক এর admit অথবা মার্কশীট ও সার্টিফিকেট দেখে ফিলাপ করুন।

আবেদন প্রক্রিয়া :- (১)  প্রথমে আপনি ভিজিট করুন www.ncte.gov.in এখানে vacancy Tab অফশনে। 

(২) তারপর টার্মস এন্ড কন্ডিশন এর ঘরে I Agree তে ক্লিক করুন। 

(৩) এবার প্রথম পেজ  খুলেযাবে সেখানে আবেদন করুন।

(৪) সেখানে ব্যক্তিগত এবং যোগাযোগ ডিটেলস ফিলাপ করুন। 

(৫) এবার আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনি একটি Lgin ID এবং  Password পাবেন। 

এবার এক এক করে পরের স্টেপ গুলি পূরণ করুন। 

শূন্যপদ কত :-  অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি পদে মোট শূন্যপদ ৩ টি। 

স্টেনোগ্রাফার  গ্রেড সি পদে মোট শূন্যপদ ৩ টি। 

স্টেনোগ্রাফার  গ্রেড ডি পদে মোট শূন্যপদ ৬ টি 

 ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট শূন্যপদ ১ টি। 

ক্লার্ক পদে মোট শূন্যপদ ৫ টি। 

সব মিলিয়ে মোট শূন্যপদ ১৮ টি।  

যোগ্যতা কেমন লাগবে :- 

অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় যেকোনো শাখায় গ্রাজুয়েট এবং ২ বছরের অভিজ্ঞতা লাগবে। কম্পিউটার এর বিভিন্ন কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 

স্টেনোগ্রাফার  গ্রেড সি পদের বেলায় উচ্চমাধ্যমিক পাস সাথে ১০০ টি ওয়ার্ড প্রতিমিনিতে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। স্টেনোগ্রাফার এর অভিজ্ঞতা থাকতে হবে। 

স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় উচ্চমাধ্যমিক পাস সাথে word transcription করার অভিজ্ঞতা থাকতে হবে। 

ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় উচ্চমাধ্যমিক পাস ,সাথে প্রতি ঘন্টায় ১৫০০০ কী ডিপ্রেশন দিতে হবে। 

ক্লার্ক :- পদের বেলায় উচ্চমাধ্যমিক পাস  সাথে ইংরেজিতে ৩৫ টি  হিন্দিতে ৩০ টি এবং ১০৫০০/৯০০০ প্রতি  ঘন্টায় কী  ডিপ্রেশন দিতে হবে।

কম্পিউটার এর যাবতীয় কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আরও বিস্তারিত  জানতে NCTE এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। ধন্যবাদ  

Share post

Leave a Comment