Jela police job: পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাকে আলাদা আলাদা পুলিশ জেলাতে ভেঙে দেওয়া হচ্ছে। এবার সেই জেলা পুলিশে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন।
WEST BENGAL POLICE DIRECTORATE BHABANI BHAWAN, KOLKATA-27 থেকে একটি ORDER মারফত জানানো হয়েছে এই নিয়োগের যোগ্যতা , চাকরির ধরণ , নিয়োগ প্রক্রিয়া এছাড়া আরও বিভিন্ন তথ্য।
Jela Police Job Circular 2025
নিয়োগ পদ্ধতিঃ নিয়োগ করা হবে শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে, কোন লিখিত পরীক্ষা হবে না। প্রথমে দরখাস্তের স্ক্রিটিনি করা হবে তারপর শর্টলিস্টেড প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ এর জন্যে। ইন্টারভিউ নেবে তিনজনের একটি কমিটি – এখানে থাকবে কমিশনারেট(CP), ডিস্ট্রিক্ট(SP) এছাড়াও অন্যান্য ইউনিট এর অফিসারগণ।
পদের নাম: লিগ্যাল কন্সালট্যান্ট বা আইনি পরামর্শদাতা।
আবেদনের বয়স: আবেদনকারীর বয়স ৬ ৪ বছরের নিচে হতে হবে। এর বেশি হলে আবেদন যোগ্য নন।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে আইনের ডিগ্রিকোর্স পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংক থেকে বিজ্ঞপ্তি অবশ্যই দেখুন ।
আরও পড়ুন : ওবিসি মামলার রায় কী জানালো সুপ্রিম কোর্ট।
নিয়োগের স্থান : নিয়োগ করা হবে ডায়মন হারবার পুলিশ জেলাতে।
আবেদন পদ্ধতি : আবেদন করতে হবে নির্দিষ্ট আবেদন ফর্ম নিয়ে নিজের হাতে পূরণ করে। নির্দিষ্ট ঠিকানাতে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: To The Office of The Superintetdent of Police, Diamond Harbour Police District. অথবা ইমেইল করতে পারেন [email protected] এই ঠিকানাতে।
ফর্মের উপরে লিখবেন- APPLICATION FOR ENGAGEMENT OF LEGAL CONSULTANT IN ………. DIAMOND HARBOUR POLICE DISTRICT UNDER WEST BENGAL POLICE DEPARTMENT
অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
আবেদনের ফর্ম | ক্লিক করুন |
Whatsapp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
আরও পড়ুনঃ প্রচুর রেশন কার্ড বাতিল হবে শুরু হচ্ছে যাচাই পর্ব জেনেনিন কি করতে হবে।