GDS Recruitment 2023: মাধ্যমিক পাশে প্রায় ৩০ হাজার শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, শেষ তারিখ 28 আগস্ট (দেখুন বিস্তারিত)

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ (GDS 2023) নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে schedule-1 এরপর GDS online engagement schedule-2 July 2023 তে প্রচুর শূন্য পদ পূরণ করতে চলেছে ভারতীয় পোস্ট অফিস। ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সহকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে ৩০০৪১টি শুন্য পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩ আগস্ট থেকে। পশ্চিমবঙ্গসহ ভারতের যেকোনো রাজ্যে বসবাসকারী নাগরিকরা মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

India Post GDS Recruitment 2023

আজকে আপনি এই প্রতিবেদন থেকে জানতে পারবেন ভারতীয় পোস্ট অফিসে পশ্চিমবঙ্গসহ (WB POST GDS 2023) গোটা দেশে যে জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে তার মোট শূন্য পদে ৩০ হাজার ৪১টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ২১২৭ টি শূন্য পদ নিয়োগ হবে। পশ্চিমবঙ্গে কোন ক্যাটেগরিতে কত শূন্য পদ বিস্তারিত তথ্য এক নজরে জেনে নিন।

পদের নাম: গ্রামীণ ডাক সেবক।

মোট শূন্যপদ:

gds নিয়োগ বিজ্ঞপ্তি 2023 পশ্চিমবঙ্গের শূন্য পদ 2127 টি  এর মধ্যে 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now
  • জেনারেল ক্যাটাগরিতে ৯১৬ টি।
  • ওবিসি তে ৪৫৫ টি শূন্যপদ।
  • তফসিলি জাতি ৪৪৪ টি শূন্যপদ।
  • তফসিলে উপজাতি ১১৩ টি শূন্যপদ।
  • অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর দের জন্য ১৪১ টি।
  • PWD-A ক্যাটেগরি থেকে 18 টি।
  • PWD-B ক্যাটেগরি থেকে 19 টি।
  • PWD-C ক্যাটেগরি থেকে ১৩ টি।
  • PWD- DE- ক্যাটেগরি থেকে আটটি পদে জিডিএস নিয়োগ হবে।

সর্বমোট পশ্চিমবঙ্গে ২১২৭টি শুন্য পদে দ্বিতীয় তফসিলে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জিডিএস বা গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম চাকরি করুন প্রতি মাসে বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক স্তরে ভালো রেজাল্ট পেয়ে থাকলে সুযোগ বেশি পাওয়া যায়।

অন্যান্য যোগ্যতা হিসেবে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।

গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৩ আবেদনের বয়স

গ্রামীণ ডাক সেবক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী পোস্টমাস্টার এবং সহকারী পোস্টমাস্টার পদে বা জিডিএস পদে আবেদন করার জন্য নূন্যতম বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বেলায় বয়সে যথারীতি ছাড় রয়েছে।

gds বা গ্রামীন ডাক সেবক বেতনক্রম

গ্রামীণ ডাক সেবক পদে ব্রাঞ্চ পোস্টমাস্টার (BMP) এই পদের বেতন ১২০০০ থেকে ২৯ হাজার ৩৮০ টাকা প্রতি মাসে।

এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABMP)বা ডাকসে বক পদে বেতন ১০ হাজার থেকে 24 হাজার 470 টাকা প্রতি মাসে দেওয়া হয়।

আরও পড়ুনঃ বর্তমানে কোন কোন চাকরির দরখাস্ত চলছে মাধ্যমিক যোগ্যতায় বিস্তারিত দেখুন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল https://Indiapostgdsonline.gov.in ওয়েবসাইট এর মাধ্যমে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://www.westBengalpost.gov.in এর মাধ্যমেও আবেদন করতে পারবেন।

gds পদে আবেদন ফি কত টাকা

gds 2023 আবেদন করার জন্য আবেদন 100 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলাদের বেলায় আবেদন ফি লাগবে না।

আবেদনের শুরু এবং শেষ তারিখ

gds 2023 আগস্ট মাসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু ৩ আগস্ট ২০২৩ থেকে ২৩ আগস্ট ২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এবং ভুল সংশোধন করতে পারবেন ২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২৩ পর্যন্ত।

Official websiteclick here
official notificationclick here
more notificationclick here
Share post

Leave a Comment