চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পেতে EWS সার্টিফিকেট আবেদন করুন, জেনেনিন বিস্তারিত বিবরণ

ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ সরকারও (West Bengal Goverment) আর্থিক ভাবে দুর্বল ছাত্র ছাত্রীদের EWS সার্টিফিকেট (Economically Weaker Section Certificate) প্রদান করে থাকে। বিশেষ ভাবে পড়ুয়াদের ক্ষেত্রে এই সার্টিফিকেট বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা এই সার্টিফিকেট থাকলে চাকরির পরীক্ষা থেকে শুরু করে স্কুল, কলেজে ভর্তির ক্ষেত্রে এসসি, এসটি কিংবা অবিসির মতো আসন সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। EWS সার্টিফিকেট কি? কারা আবেদন করতে পারবেন? কি সুবিধা রয়েছে এতে? কিভাবে আবেদন করবেন? সব কিছু বিষয় আলোচনা করবো আজকের প্রতিবেদনে। 

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

EWS সার্টিফিকেট কি?

রাজ্যে এমন অনেক জেনারেল পড়ুয়া রয়েছেন যারা অসংরক্ষিত শ্রেণীর অন্তর্গত এবং আর্থিক ভাবে দুর্বল। যাদের জন্য চাকরির পরীক্ষার ক্ষেত্র থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তির কোনো বিশেষ সুবিধা ছিল না এতদিন। আর্থিক ভাবে দুর্বল (Economically Weaker Section) জেনালের পড়ুয়াদের জন্যই রাজ্য সরকার EWS সার্টিফিকেট প্রদান করা শুরু করেছে। 

EWS সার্টিফিকেটের কি সুবিধা রয়েছে?

যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে এবং স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে ১০% আসন সংরক্ষণ (10% Reservation) থাকে EWS শ্রেণীর জন্য। ফলে এই সার্টিফিকেট থাকলে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে চাকরির পরীক্ষায় মিলবে বিশেষ ছাড়। 

আরও পড়ুনঃ রাজ্যের পোস্ট অফিসে ৩০০৪১টি জিডিএস নিয়োগ দরখাস্ত করুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

কারা আবেদন করতে পারবে? 

১) জেনারেল হতে হবে এবং ওবিসি হলে সেন্ট্রাল লিস্টে নাম না থাকলে আবেদন করা যাবে। 

২) পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষের কম। 

৩) পরিবারের ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে। 

৪) শহরে আবাসিক ফ্ল্যাট থাকলে তা 1000 বর্গফুটের কম হতে হবে। 

৫) পরিবারের নামে গ্রাম পঞ্চায়েত এলাকায় 200 বর্গগজ এর কম জায়গা থাকতে হবে ।

৬) পরিবারের হাতে থাকা সমস্ত সম্পত্তি একত্রিত করে পরিমাপ করা হবে। 

কোন কোন প্রয়োজনীয় নথি দরকার?

EWS সার্টিফিকেট আবেদনের জন্য নিম্নের নথিগুলি দিতে হবে

১) ভোটার কার্ড (নিজের কিংবা বাবা-মায়ের)

২) প্যান কার্ড (নিজের কিংবা বাবা মায়ের)

৩) জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক পরীক্ষার এডমিট 

৪) বসবাসের সার্টিফিকেট (Residential Certificate)

৫) পরিবারের আয়ের সার্টিফিকেট (Income Certificate)

৬) জায়গা জমির পর্চা কিংবা দলিল

৭) জেনারেল উপ-জাতি শংসাপত্র (Sub-Cast Certificate)

৮) স্ব-ঘোষণা পত্র (Self Declaration)

ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি জেনে নিন 

পুরো আবেদনটি অফলাইনে করতে হবে

প্রথমে, https://drive.google.com/file/d/1tPauzeV7wpRQCukGNiinPYn0ZcSuSohc/view এখান থেকে অনলাইনে ফর্ম পেয়ে যাবেন। ফর্ম প্রিন্ট করিয়ে  তার সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নিম্নউক্ত জায়গায় জমা করতে হবে –

আরও পড়ুনঃ চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নতুন আপডেট গুলি দেখুন।

১) গ্রামীণ এলাকার ক্ষেত্রে ADM/SDM /SDO/BDO যে কোনো জায়গায় জমা করতে হবে। 

২) পৌরসভার জন্য DWO এবং কলকাতা বাসী হলে KMC-র কাছে জমা করবেন। 

এরপর, সংশ্লিষ্ট দফতর থেকে আয়ের শংসাপত্র ও উপ-জাতি শংসাপত্র যাচাইকরণের জন্য ডাকা হবে। এটি হয়ে গেলে পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত কিংবা পৌর এলাকায় থাকা আপনার সম্পত্তি যাচাই করা হবে BL&LRO দ্বারা। 

আবেদনের কতদিন পর হাতে পাবেন সার্টিফিকেট?

সকল ভেরিফিকেশন সফল হলে আবেদনের ৩ মাসের মধ্যেই আপনি অ্যানেক্সার-সি(Annexure-C)- EWS সার্টিফিকেট হাতে পাবেন। 

EWS সার্টিফিকেটের মেয়াদ  কতদিন থাকবে?

সার্টিফিকেটটি এক আর্থিক বছরের জন্য বৈধ থাকবে। বৈধতা শেষ হলে আবার নতুন করে আবেদন করতে হবে।

Share post

Leave a Comment