ASHA Karmee Recruitment: মহিলা চাকরি প্রার্থীদের জন্য আবার সুখবর, প্রকাশিত হলো আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ২ ০ ২ ৫। যারা দীর্ঘদিন ধরে আশা কর্মী পদে চাকরির আবেদন করার জন্য অপেক্ষা করছিলেন তাদের এবার সেই সুযোগ এসে গেছে। মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী পদে আবেদন চলছে যোগ্য প্রার্থীরা আবেদন করুন বিস্তারিত নিচে দেওয়া হল –
আশা কর্মী নিয়োগ 2025
পদের নাম: আশা কর্মী
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উতীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স: আবেদন কারীর নূন্যতম বয়স হতে হবে ০ ১ /০ ১ /২ ০ ২ ৫ এর হিসেবে ৩ ০ বছর এবং সর্বোচ্চ ৪ ০ বছরের মধ্যে থাকলে আবেদন করার যোগ্য। তফসিলি জাতির বেলায় ২ ২ থেকে ৪ ০ বছর।
মোট শূন্যপদ: মোট সুন্নপদ ৮ টি।
বেতন: সরকারি নিয়ম অনুযায়ী বেতন নির্ধারিত হবে।
আবেদনের শেষ সময়: ইতিমেধ্যে আবেদন শুরু হয়েছে তবে আবেদনের শেষ সময় ৩ ১ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: বাড়িতে বসে ইনকাম করার উপায়।
নিয়োগের স্থান: হাওড়া জেলার অন্তর্গত একাধিক জায়গাতে নিয়োগ করা হচ্ছে। আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া বিজ্ঞপ্তিটি ডাউলোড করুন।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে নিজে হাতে পূরণ করে। আবেদনের ফর্মে কোনো কিছু ভুল হলে সেই আবেদন বাতিল হতে পারে তাই নিচের দেওয়া বিজ্ঞপ্তি থেকে সব কিছু যাচাই করে ফর্ম পূরণ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের জেরক্স করে এবং তার সাথে ২ কপি রঙিন ছবি দেবেন। তারপর আপনার নিকটবর্তী সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে গিয়ে জমা করুন।