আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক যোগ্যতায় চাকরির সুযোগ

Recruitment under Anandadhara Scheme: আনন্দধারা প্রকল্পের অধীনে একাধিক কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার। উচ্চমাধ্যমিক পাস করে থাকলে এই চাকরির জন্য আবেদন করার সুযোগ রয়েছে। ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। যোগ্য মহিলা প্রার্থীরা আবেদন করুন বিস্তারিত নিচে দেওয়া হল –

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আনন্দধারা প্রকল্প কি

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের অধীনে, গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারগুলির অন্তত একজন মহিলা সদস্যকে আত্মসহায়ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়। এই গোষ্ঠীগুলিকে সংগঠিত করে তাদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক সহায়তা প্রদান, এবং বিভিন্ন জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করা হয়।

পদের নাম: Community Auditors

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস বা যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি পাস হলে আবেদন করার যোগ্য।

লেটেস্ট নিউজ: আপনার শিশুর বয়স ৭ বছর হলেই বন্ধ হবে আঁধার, ইতিমধ্যে সতর্কতা জারি করলো UIDAI কি করতে হবে এখুনি জানুন।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আবেদনের বয়স: আবেদন করার নূন্যতম বয়স ২ ৫ বছর এবং সর্বোচ্চ ৪ ০ বছর এর মধ্যে থাকলে আবেদন যোগ্য।

বেতন: বেতন দেওয়া হবে প্রতিদিন এর হিসেবে ৬ ০ ০ টাকা করে অর্থাৎ মাসে ১ ৮ ০ ০ ০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে আবেদন করার শেষ তারিক ৩ ১ জুলাই পর্যন্ত।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনের ফর্ম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেওয়া হয়েছে। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট এর জেরক্স সহ জমা করতে হবে এই ঠিকানা তে – : Anandadhara, District Rural Development Cell, (DffiC), First Floor Civil
Defence Building Asansol, Paschim Bardhaman.

anandadhara scheme job

নিয়োগের স্থান: পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সেন্টারে।

official WebsiteVisit
Notification & Application FormDownload
More Job NewsCheck Now
Share post

Leave a Comment