চালু হলো কৃষকদের জন্য নতুন প্রকল্প ২ ০ ২ ৫, পি এম ধনধান্য কৃষি যোজনা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নতুন বছরে বাজেটে চমক দিলো মোদী সরকার, চালু হলো কৃষকদের জন্য নতুন প্রকল্প পি এম ধনধান্য প্রকল্প (PM Dhandhanya Krishi Yajna)। প্রত্যেক কৃষক পাবে টাকা , তবে এর জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাকে জেনে নিতে হবে। তানাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাই বিস্তারিত জেনেনিন নিচ্ছে বিস্তারিত দেওয়া হয়েছে:-

পি এম ধনধান্য কৃষি যোজনা

পাইলা ফেব্রুয়ারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বছরের প্রথম বাজেট ২ ০ ২ ৫ পেস করেছেন। এই বাজেটে কৃষকদের জন্য পি এম ধনধান্য কৃষি যোজনা চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিভিন্ন দিক থেকে সাহায্য করবে কেন্দীয় সরকার , তবে শুধু একা কেন্দ্রীয় সরকার সাহায্য করবে তা, না এর সাথে থাকবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকার।

পি এম ধনধান্য কৃষি যোজনা (PM Dhandhanya Krishi Yajna) এর কী কী সুবিধা রয়েছে

  • বলে রাখা ভালো, এই প্রকল্পটি (PM Dhandhanya Krishi Yajna) প্রথমত ভারতের ১ ০ ০ টি জেলাতে চালু করা হবে। যে সমস্ত জেলাতে উৎপাদন কম সে সমস্ত জায়গাতে এই প্রকল্প চালু করা হবে। এতে ১.৭ কোটি কৃষক উপকৃত হবেন।
  • এই প্রকল্পটি উৎপাদনশীলতা বৃদ্ধি করবে ।
  • গ্রামীণ এলাকাতে কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কেন্দ্র সরকার।
  • এই প্রকল্পের মাধ্যমে সরকার, কৃষকদের অর্থনৈতিক সহায়তা এবং ভর্তুকি দেবে।
  • এই প্রকল্পের সুবিধা দিতে রাজ্যের সাথে হাত মিলিয়ে পঞ্চায়েতস্তরে কমিটি গড়ে তোলা হবে।
  • এই প্রকল্পটির মধ্যদিয়ে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং ফসলের গুনগত মান উন্নত করতে উতসাহিত করবে।
  • এছাড়াও উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে।

আরও পড়ুন : পিএম কিষান প্রকল্পের ১ ৯তম কিস্তির টাকা দেওয়ার Date ঘোষণা হল।

পি এম ধনধান্য কৃষি যোজনার সুবিধা কিভাবে পাবেন

পি এম ধনধান্য কৃষি যোজনার সুবিধা নিয়ে হলে আপনাকে এর জন্য অনলাইন আবেদন জানাতে হবে। তবে এখনই আবেদন করতে পারবেন না, আবেদন জমা নেওয়া শুরু হলে তবেই ফর্ম জমা করতে পারবেন। PM Dhandhanya Krishi Yajna আবেদন কবে থেকে জমা নেওয়া হবে সে ব্যাপারে এখনো কোনো ডেট ঘোষণা হয়নি, কারণ এটা একদম নতুন তাই একটু সময় তারা নিবেন। সব কিছু জানতে নিয়মিত এই ওয়েবসাইটে নজর রাখুন।

আরো পড়ুন : বাড়িতে বসে আয় করুন

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment