২০২৫ সালের শুরুতেই রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে বড় বড় সুযোগ আসতে চলেছে। নতুন বছরে সরকারি দপ্তর গুলিতে শূন্য পদ পূরণের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সচিবালয় থেকে শুরু করে আঞ্চলিক স্তর পর্যন্ত কর্মী সংখ্যা এবং শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আর এর সাথে শুরু হয়েছে নিয়োগের পরিকল্পনা যেমন- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি নিয়োগ ২ ০ ২ ৫, গ্রুপ সি সহ বিভিন্ন পদে নিয়োগ হবে।
তথ্য সংগ্রহের উদ্দেশ্য কি
সরকারি সূত্রে জানতে পারা যাচ্ছে, রাজ্য সরকারের ডিরেক্টরেট অফিস থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ের অফিস গুলিতে মোট ৯ ৮ শতাংশ কর্মী কাজ করেন। এর থেকে প্রশাসনের একটি ধারণা রয়েছে, এই সমস্ত দপ্তর গুলিতে পড়ে থাকা শূন্যপদ গুলিতে খুব শীঘ্রই কর্মী নিয়োগ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি হিসাবে তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার।
গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ ২ ০ ২ ৫
নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, এছাড়া গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। পিএসসি ক্লার্কশিপ নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এ বিষয়ে ইতিমধ্যেই পিএসসির তরফ থেকে একটি শর্ট নোটিসে জানানো হয়েছে। তাছাড়া কোন দপ্তরে কতগুলো শূন্যপদ রয়েছে তার সঠিক তথ্য সরকারের হাতে এলেই আরও প্রচুর নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করবে।
পদোন্নতি ও নতুন শূন্যপদ সৃষ্টি
সাধারণত এলডিএ এর ওপরের পদ গুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। সচিবালয় পর্যায়ে কর্মচারীদের পদোন্নতির সুযোগ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এর জন্য নতুন শূন্যপদ সৃষ্টি করে পদোন্নতির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে রাজ্য সরকার।
প্রশাসনিক বিশেষজ্ঞদের অভিমত
প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার যে তথ্য সংগ্রহ করছে এবং নিয়োগ প্রক্রিয়ার যে প্রস্তুতি নিচ্ছে তাতে প্রশাসনিক কাজকর্মে গতি বৃদ্ধি পাবে। এবং মানুষ আরও উন্নত সরকারি পরিষেবা পাবে।