পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য চাকরির আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ফায়ার সার্ভিসে রাজ্যের ২৩ টি জেলা থেকেই কর্মী নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন, শারীরিক মাপজোক থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি সবকিছু জেনে নিন এবং এখানেই রয়েছে আবেদনের লিংক সহজেই আবেদন করতে পারবেন।
ফায়ার সার্ভিসে চাকরি ২ ০ ২ ৫
ভারতীয় এয়ারপোর্ট অথরিটি থেকে (AAI) পূর্বাঞ্চলে অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ: ৮৯টি
বেতনক্রম: ₹৩১,০০০ – ₹৯২,০০০ টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন। বয়সের গণনা করতে হবে ০১/১১/২০২৪ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
- অতিরিক্ত যোগ্যতা হিসাবে হালকা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু: ৩০ ডিসেম্বর ২০২৪
- আবেদন শেষ: ২৮ জানুয়ারি ২০২৫
আবেদন প্রক্রিয়া: অনলাইন আবেদন করতে হবে AAI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট এর লিংক নিচে দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি :
নিয়োগ পেতে চারটি ধাপ পেরোতে হবে যেমন –
- লিখিত পরীক্ষা
- শারীরিক সক্ষমতা পরীক্ষা
- ড্রাইভিং টেস্ট
- ডকুমেন্ট যাচাই
১. লিখিত পরীক্ষা
লিখিত পরীক্ষাটি হবে অনলাইন মোডে, এই পরীক্ষার সিলেবাস হল: সাধারণ জ্ঞান, ইংরেজি, অঙ্ক এবং রিজনিং।
২. শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Fitness Test)
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে। এখানে প্রয়োজন
উচ্চতা ও বুকের ছাতি:
উচ্চতা: ন্যূনতম ১৬৭ সেমি, মেয়েদের বেলায় ১ ৫ ৭ সেমি।
ওজন: ন্যূনতম ৫৫ কেজি, মেয়েদের বেলায় ৪ ০ কেজি।
বুকের মাপ: ৮১ সেমি (৩ সেমি ফোলানোর ক্ষমতা), মেয়েদের প্রযোজ্য নয়।
চোখের দৃষ্টি: ৬/৬ (চশমা বা কন্ট্যাক্ট লেন্স ছাড়া)
দৌড় এবং অন্যান্য যোগ্যতা:
১০০ মিটার দৌড়
দড়ি বেয়ে উঠা (৩ মিটার)
৫০ কেজি ওজন বহন ১ মিনিটে ৫০ মিটার। মহিলাদের জন্য ৩০ কেজি।
৩. ড্রাইভিং টেস্ট
ড্রাইভিং টেস্টে প্রার্থীর ভারী বা হালকা গাড়ি চালানোর দক্ষতা যাচাই করা হবে। গাড়ি পার্কিং এবং নিয়ন্ত্রণ ক্ষমতা আরও গুরুত্বপূর্ণ দিকে নজর দেওয়া হবে।
৪. ডকুমেন্ট যাচাই (Document Verification)
ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করা হবে। যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
(১) জন্ম তারিখের প্রমাণপত্র
(২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
(৩) ড্রাইভিং লাইসেন্স
(৪) স্থায়ী বাসিন্দা শংসাপত্র
(৫) অন্যান্য সংরক্ষণ সম্পর্কিত নথি (যদি প্রযোজ্য হয়)
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক সমূহ :
AAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের লিংক এবং বিজ্ঞপ্তি পাওয়া যাবে আবেদন করার আগে নিজের যোগ্যতা যাচাই করে তারপর নিচের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন।
অফিসিয়াল ওয়েবসাইট
এই রকম আরও চাকরির আপডেট মিস না করতে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকুন।