মাধ্যমিক যোগ্যতায় বনদপ্তরে চাকরি, প্রকাশিত হল বিজ্ঞপ্তি

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বনদপ্তরে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যোগ্যতায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ হচ্ছে

কুক, ল্যাব অ্যাটেনডেন্ট, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ফিল্ড টেকনিশিয়ান, আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর নূন্যতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ। তবে পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তারজন্য নিচের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদনের বয়স

আবেদনকারীর বয়স নূন্যতম 18 এবং সর্বোচ্চ 28 বছর হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বয়সে যথারীতি ছাড় দেওয়ার ঘোষণা বিজ্ঞপ্তিতে লিখা হয়েছে।

বেতন কত টাকা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

নূন্যতম বেতন 18000 থেকে 34800 টাকা, তবে পদ অনুযায়ী আরও বেশি বেতন রয়েছে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মের বয়ানে অফলাইনে। ফর্ম পাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা এই প্রতিবেদন এর সব শেষে বিজ্ঞপ্তি সহ ফর্ম এর লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Register , Wildlife Institute of India, Chandrabani, Dehradun 248001.

আবেদন জমা দেওয়ার শেষ সময়

আবেদনপত্র পাঠাবেন রেজিস্ট্রার অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 31 জানুয়ারি পর্যন্ত।

Official NotificationClick Here
More FormDownload
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment