ব্যাংকিং সেক্টরে যারা কাজ করতে চান, তাদের জন্য সুখবর। সম্প্রতি আইবিপিএস (IBPS) একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে দেশের ১১টি প্রধান ব্যাংকে মোট ৩০৪৯ পদে নিয়োগ (Recruitment) করা হবে। স্নাতক পাশেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। কয়েকটি পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের প্রতিবেদন থেকে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।
আইপিবিএস পরীক্ষার (IBPS Exam 2023-24)মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য
যে যে পদে নিয়োগ করা হবে
পদের নাম : আইবিপিএস পরীক্ষার মাধ্যমে দুটি পদে নিয়োগ করা হবে, যথা
১) প্রবেশনারি অফিসার (Probationary Office)
২) ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee)
মোট শূন্যপদ
এই চাকরির জন্য মোট ৩০৪৯টি শূন্যপদ রয়েছে।
যে 11 ব্যাংকে চাকরি হবে
দেশের প্রধান ১১টি ব্যাংক, যথা ব্যাংক অব বরোদা, ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক অব মহারাষ্ট্র, কানারা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান অভার্সিস ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়াতে নিয়োগ করা হবে।
READ MORE: IRCON Company job vacancy 2023
আবেদনকারীর যোগ্যতা কি কি লাগবে?
১) ভারতীয় নাগরিক বা নেপালি বা ভুটানের নাগরিক হলে আবেদন করা যাবে।
২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা : রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক সম্পন্ন করতে হবে।
৩) আবেদনকারীর বয়স : সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে ক্ষেত্রে প্রার্থীর জন্মসাল ০২.০৮.১৯৯৩ থেকে ০১.০৮.২০০৩ এর মধ্যে হতে হবে।
প্রার্থীদের নিয়োগ কিভাবে করা হবে?
আবেদবকারী প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে, যথা-
১) প্রিলিমিনারি পরীক্ষা,
২) মেনস পরীক্ষা,
৩) ইন্টারভিউয়।
ধাপে ধাপে আবেদন করবার পদ্ধতি :
১) আবেদনটি সম্পূর্ন অনলাইন মোডে করতে হবে। এরজন্য নিম্নে দেওয়া আইবিপিএস এস অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে নিজের বিবরণ দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৩) রেজিস্টার করার পর সঠিক তথ্য ও নিজের ছবি, সাইন, হাতের ছাপ ইত্যাদি দিয়ে আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।
৪) এরপর আবেদন মূল্য জমা করে আবেদনপত্রটি সাবমিট আইকন ক্লিক করে সাবমিট করতে হবে।
আইবিপিএস পরীক্ষার আবেদন মূল্য :
আবেদনকারী যদি SC/ST/PWD প্রার্থী হয়, তবে ১৭৫ টাকা আবেদন মূল্য দিতে হবে। বাদ বাকি সকল প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তারিখ :
১) আবেদন শুরু : আবেদন শুরু হয়েছে গত ১লা আগস্ট ২০২৩ তারিখ থেকে।
২) আবেদন শেষ : প্রার্থীরা ২১শে আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
৩) প্রিলিমিনারি পরীক্ষা : সম্ভবত চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হবে।
৪) মেনস পরীক্ষা : চলতি বছরের নভেম্বরে হবে।
৫) ইন্টারভিউ : ২০২৪ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
৬) কাজে যোগদান : সব পরীক্ষায় পাশ হতে পারলে আগামী বছরের এপ্রিলে মধ্যে হাতে জয়েনিং লেটার পেয়ে যাবেন।