ভারতীয় বায়ু সেনাতে চাকরি | অনলাইনে আবেদন করুন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ভারতীয় বায়ু সেনাতে চাকরি (Air Force Vacancy 2023) প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় বায়ু সেনায় ৩৫০০ টির বেশি শূন্যপদে অগ্নিবির বায়ু নিয়োগের বিজ্ঞপ্ততি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীদের কাছে ভারতীয় বায়ু সেনাতে চাকরির এটি একটি সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। আগামী ২৭-শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে। এখনো আবেদন চলছে। 

অগ্নিবীর স্কিমের মাধ্যমে অগ্নিবীর বায়ু পদে এই নিয়োগ করা হবে। আপনি যদি মাধ্যমিক পাস হন এবং চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তবে এটি চাকরির পাওয়ার এক মোক্ষম সুযোগ হতে পারে আপনার জন্য। তাই বায়ু সেনার অধীনে অগ্নিবীর হয়ে দেশ সেবা করার এমন সুযোগ হাতছাড়া করবেন না। আজকের প্রতিবেদনে

ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট ২০২৩ (Indian Airforce Recruitment 2023) নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 

বায়ু সেনাতে অগ্নিবির নিয়োগ ২০২৩

পদের নাম– অগ্নিবীর বায়ু

মোট শূন্যপদ– ৩৫০০

বেতন– বেসিক পে ২১,৭০০ টাকা। পরে পোস্ট ও বছর অনুযায়ী বেতন বাড়বে।

◆ যোগ্যতার মানদণ্ড :

    বয়স- বয়স : অগ্নিবীর পদে চাকরির করার জন্য নূন্যতম বয়স হতে হবে ১৭.৫ এবং সর্বোচ্চ বয়স ২১ হলেই আপনি আবেদন করতে পারবেন।

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আরও পড়ুনঃ রাজ্য সরকারের যেসব চাকরির দরখাস্ত চলছে।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক বা 10+2 স্তরে থেকে ৫০% নম্বর নিয়ে পাশ করলে এবং ইংরেজি বিষয়ে ৫০% নম্বর থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি ইংরেজিতে ৫০% নম্বর নিয়ে যদি কোনো প্রার্থী ৩ বছরের ডিপ্লোমা কোর্স কিংবা ২ বছরের ভোকেশনাল কোর্স বা নন-ভোকেশনাল কোর্স করে থাকে, সেই প্রার্থীও আবেদন করতে পারবে। এক্ষেত্রেও প্রার্থীকে ৫০% নম্বর পেতে হবে। 

শারীরিক মাপজোক

১) উচ্চতা- ছেলে ও মেয়ে প্রার্থীর সর্বনিম্ন উচ্চতা যথাক্রমে ১৫২.৫ এবং ১৫২ সেন্টিমিটার।

২) ওজন- বয়স ও উচ্চতার অনুপাতে নির্ধারিত হবে।

৩) বুকের ছাতি- নূন্যতম বুকের পরিধি ৭৭ সেমি হতে হবে এবং বুকের প্রসারণ নূন্যতম ৫ সেমি। 

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের যেসব চাকরি দরখাস্ত চলছে।

◆ প্রার্থী বাছাই পদ্ধতি : 

এয়ারফোর্স অগ্নিবীর বায়ু প্রার্থী বাছাই পদ্ধতি ৬টি ধাপে হবে, যথা:- 

  ১)  লিখিত পরীক্ষা

  ২)  সিএএসবি পরীক্ষা (CASB) 

  ৩) শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)

 ৪) অভিযোজনযোগ্যতা পরীক্ষা-I এবং টেস্ট-II

 ৫) ডকুমেন্ট ভেরিফিকেশন

 ৬) মেডিকেল পরীক্ষা

◆ আবেদন পদ্ধতি :  

ভারতীয় বিমান বাহিনী অগ্নিবীর বায়ু নিয়োগ 2023-এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তারজন্য প্রথমেই যেতে হবে agneepathvayu.cdac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর  ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। ফর্ম ফিলাপ ও ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে রাখুন। 

আরও পড়ুনঃ বাড়িতে বসে কাজ যেসব কোম্পানিতে চাকরির দরখাস্ত চলছে।

আবেদন ফি: 

ভারতীয় বিমান বাহিনী অগ্নিবীর বায়ু নিয়োগের ফর্ম ফিলাপ করার সময় প্রার্থীকে পরীক্ষার জন্য ২৫০ টাকা পেমেন্ট করতে হবে অনলাইন মোডে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু- অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৭.০৭.২০২৩ তারিখ থেকে।

আবেদন শেষ- আবেদন করতে পারবেন ১৭.০৮.২০২৩ পর্যন্ত।

পরীক্ষার সময়- এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে আগামী ১৩ ১০.২০২৩ তারিখে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমুহ

Official website: Click Here

Official notification: Click Here

More Job Notice: Click Here 

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment