পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দারুন চাকরির সুযোগ নিয়ে এলো স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং দিয়ে ট্রেনিং শেষে চাকরি হবে এবং স্টাইপেন পাবেন ১২ হাজার টাকা প্রতি মাসে। যদি আপনি এই ট্রেনিং নিতে ইচ্ছুক হন তাহলে নিচের দেওয়া ধাপ গুলি অবলম্বন করে আবেদন করুন।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই ট্রেনিং টিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে আপনার নাম অবশ্যই পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর পোর্টালে নথিভুক্ত থাকতে হবে। যদি আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে নথিভুক্ত না থাকে তবে আপনি এই ট্রেনিং নিতে পারবেন না এবং এই চাকরিতেও আপনি পাবেন না তাই অবশ্যই প্রথমে এটি নিশ্চিত করুন।
আরও পড়ুনঃ রাজ্যের বর্তমানে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
চার মাসের ট্রেনিং হবে ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা হবে প্যান ইন্ডিয়া বেশিসে।
- Program name : DDUGKY
- Duration: 4 months residential training
- Placement: PAN INDIA BASIS.
- MIN. SALARY: 12000/- CTC. (APPROX.)
- FOOD & ACCOMMODATION: In most of the cases it is free.
- COURSE NAME: SECURITY SUPERVISOR
- TARGET FOR JAIPAIGURI: 135.
- MINIMUM QUALIFICATION: HS PASSED.
- AGE: 19 TO 32 YRS
- HEIGHT: 5 FT 8 INCHES
শুধুমাত্র পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আবেদন করবেন পৌর এলাকার বাসিন্দারা আবেদনযোগ্য নন। আবেদন করার জন্য নিচের দেওয়া মোবাইল নাম্বারে কন্টাক করুন। CONTACT NUMBER: 8391915850 ট্রেনিং হবে জলপাইগুড়ি জেলার এই সেন্টারে TRAINING CENTRE NAXALBARI আরো বিস্তারিত জানার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ফলো করুন নিচের লিংক দেয়া হয়েছে।