যদি আপনার এলআইসির বই থাকে তবে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার নতুন করে আবার এল আই সির (Life insurance corporation) শেয়ার বিক্রি করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। একসময় কেন্দ্রীয় সরকার খুব ধুমধাম করে এলআইসির শেয়ার বিক্রি করেছিল। সেই সময় এলআইসির শেয়ার বিক্রি করে কেন্দ্র সরকার লাভ করেছিল 21 হাজার কোটি টাকা। ভারতীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে বিদেশি লগ্নিকারীদের সাথে দুবার এই ব্যাপারে আলোচনা করা হয়েছে।
তবে আপনাকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন এবার অর্থ মন্ত্রকের নতুন পরিকল্পনা অনুযায়ী আরো দুই শতাংশ Life insurance corporation শেয়ার বিক্রি করার পরিকল্পনা রয়েছে। তবে দেশের এবং বিদেশের পরামর্শদাতা সংস্থা এবং লোকনীকারীরা পরিষ্কারভাবে জানাচ্ছে যে এলআইসির (LIC) বর্তমান শেয়ারের যা অবস্থা আগামী দিনে শেয়ার বিক্রি করতে গেলে ধাক্কা খেতে হতে পারে। কারণ হিসাবে তারা দেখিয়েছেন এর আগের মত আগ্রহ এবং উৎসাহ মানুষের মধ্যে দেখা যাবে না এছাড়া শেয়ারের দাম কোনোভাবেই বেশি রাখা যাবে না। তাই এই দিক থেকে বিচার করলে সরকার যে লক্ষে পৌছাতে চাইছে সেখানে পৌঁছানো বড় কঠিন হয়ে উঠবে।
আরও পড়ুনঃ কলকাতা সরকারি টাঁকশালে কর্মী নিয়োগ চলছে, আবেদন করুন
আরও পড়ুনঃ রাজ্য সরকারের সমস্ত চাকরির খবর এক জায়গায়, পড়ুন।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের বর্তমানে কোন কোন চাকরির দরখাস্ত চলছে।
এলআইসির বিলগ্নীকরণের মোট এক বছরের মধ্যে আবার এলআইসির শেয়ার বিক্রির পরিকল্পনাটি অনেকেই সরকারের লাভ এবং উচ্চ সম্পদ বিক্রি করে রাজস্ব সংগ্রহ করার একটি রুটিন হিসাবে দেখছেন। অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন সরকার এইভাবে এলআইসির শেয়ার বিক্রি করে আসলে কি করতে চাইছেন? অর্থ মন্ত্রক গত দেড় মাসের হিসাব থেকে জানতে পারছে বর্তমানে এলআইসির নতুন নতুন পলিসিগুলি (LIC new policy) বিক্রি অনেকটা কমে গেছে তাছাড়া এছাড়া করদাতাদের মধ্যে এলআইসি পলিসি (LIC policy) কেনার যে আগ্রহ সেটিও দেখতে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এল আই সির প্রিমিয়াম (LIC premium) বাবদ income অন্যান্য বছরের তুলনায় গত অর্থ বর্ষে শেষ ২ মাসে ৭০০০ কোটি টাকা কমে গিয়েছে। আর এই রকম পরিস্থিতিতে আবার এলআইসির শেয়ার বিক্রি (LIC share) করার যে পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার তাতে মানুষকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে।
অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি দেখুন: ক্লিক করুন
আরও পড়ুনঃ ভারতীয় বায়ু সেনাতে উচ্চ মাধ্যমিক পাস কর্মী নিয়োগ আবেদন করুন।