কেন্দ্রীয় সরকারের সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ২০৫টি শূন্য পদে কর্মী নিয়োগ করার জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যেকোনো যোগ্য ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে যোগ্য ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স সবকিছু বিস্তারিত জেনে নিয়ে আবেদন করুন। নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
Bharat Electronics Limited (BEL) Recruitment
Employment no- 380/HR/REC/23/COMPS.& EM
Post name – Trainee Engineer
Total vacancy: 191 (UR 67, SC 29, ST 10, OBC 57, EWS 27)
Educational qualification: BE/B.TECH/B.Sc on electronics and communication or electronics and telecommunication or electrical and electronics or electrical or communication for electrical or computer science or information science or information technology from any recognised educational institutions.
Monthly Salary: Rs.30,000 per month.
Age Limit: from 18 to 28 years. তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে যথারীতি ছাড় পাবেন।
আরও পড়ুনঃ বাড়িতে বসে ব্যবসা করার জন্য সরকার দিচ্ছে টাকা কিভাবে আবেদন করবেন জেনে নিন।
পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার
মোট শূন্যপদ: ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: উপরের মতোইBE/B.TECH/B.Sc on electronics and communication or electronics and telecommunication or electrical and electronics or electrical or communication for electrical or computer science or information science or information technology from any recognised educational institutions.
বেতন: ৪৫ হাজার টাকা প্রতি মাসে।
বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে তাছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে যথারীতি ছাড় পাবেন সরকারের নিয়ম অনুযায়ী।
আরও পড়ুনঃ মাধ্যমিক জগতে পোস্ট অফিসে চাকরি আবেদন চলছে স্বীকৃতি সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী ভাষায় করা হবে।
আবেদন ফি বাবদ জেনারেল এবং ই ডব্লিউ এস এবং ওবিসি প্রার্থীদের বেলায় পোস্ট নম্বর এক অর্থাৎ ট্রেনিং ইঞ্জিনিয়ার পদের জন্য ১৭৭ টাকা এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য ৪৭২ টাকা আবেদন ফি (Application fee) দিতে হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তবে আবেদন করার সময় আবেদনকারীর একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে তাছাড়া প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট অবশ্যই কাছে নিয়ে অনলাইন আবেদন করার সময় স্ক্যান করে নেবেন। আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে।
অনলাইন আবেদনের শেষ তারিখ : আবেদন করতে পারবেন ২৪ শে জুন 2023 পর্যন্ত তাই দেরি না করে যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।
Official website: Click Here
Official notification: Click Here