মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর Top 10 Scholarship after 10th/12th গুরুত্বপূর্ণ দশটি লাভবান স্কলারশিপ এর টাকা পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। এই সমস্ত স্কলারশিপ গুলি পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করতে হয়, কত টাকা স্কলারশিপ পাওয়া যায় সবকিছু আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন।
আজকে Top 10 Scholarship after 10th/12th নিয়ে আলোচনা করব সেগুলি প্রাইভেট স্কলারশিপ অর্থাৎ বেসরকারি স্কলারশিপ আর এর জন্যই এগুলি বেশি লাভবান অর্থাৎ স্কলারশিপে টাকার পরিমাণ বেশি পাওয়া যায়।
যে ১০টি স্কলারশিপ নিয়ে আজ আপনি সম্পূর্ণ বিবরণ জানতে পারবেন সেগুলি হল:
- সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৩
- জগদীশ বস ন্যাশনাল সাইন্স স্কলার্শিপ ২০২৩।
- এলআইসি স্কলারশিপ ২০২৩
- টাটা পাঙ্ক স্কলার্শিপ ২০২৩
- বিদ্যা সারথী স্কলারশিপ ২০২৩
- মেধাবী স্কলারশিপ ২০২৩
- আলো স্কলারশিপ ২০২৩
- জিপি বিরলা স্কলারশিপ ২০২৩
- বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ ২০২৩
- primbada birla scholarship 2023
Read More: 12th pass government job 2023 apply now.
(note) যদি আপনি ভাবছেন একসাথে এতগুলি স্কলারশিপের আবেদন করলে টাকা পাবেন কিনা তবে আপনি নিশ্চিন্তে আবেদন করুন কেননা এগুলি বেসরকারি স্কলারশিপ অর্থাৎ প্রাইভেট স্কলারশিপ।
সরকারি স্কলারশিপ এর ক্ষেত্রে একের অধিক আবেদন করলে টাকা পাওয়া যায় না। তবে বেসরকারি ক্ষেত্রে এতে কোন বিধি-নিষেধ নেই।
primbada birla scholarship 2023: এটি সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটি থেকে বৃত্তি প্রদান করে থাকে। প্রতিটি ছাত্র-ছাত্রীরা যেকোনো স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস করার পর এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া কোন বৃত্তিমূলক করছে ভর্তি হলেও আবেদন করা যাবে যে কোন অনগ্রসর শ্রেণীভক্ত ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
- এই স্কলারশীপে আবেদন করতে হলে পারিবারিক বার্ষিক আয় ৭৫ হাজার টাকার নিচে হতে হবে।
- primbada birla scholarship এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ২৪০০০ হাজার টাকা বৃদ্ধি প্রদান করা হয়ে থাকে।
- এই স্কলারশিপ এ মেধাবৃত্তিতে তালিকা তৈরি করে যোগ্যদের স্কলারশিপ প্রদান করে।
- আবেদন করতে হবে অফলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
- আবেদন ফরমেট লিংক নিচে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাস করার পর কিভাবে শিক্ষক পদে চাকরি পাওয়া যায় বিস্তারিত জেনে নিন।
সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৩: সীতারাম জিন্দাল স্কলার্শিপ প্রদান করে থাকি সিতারাম জিন্দাল ফাউন্ডেশন থেকে। এই স্কলারশিপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রী উভয়ই আবেদন করতে পারবে।
- মাধ্যমিক পাস ছেলেদের জন্য মাধ্যমিকে অন্তত ৬৫ শতাংশ রেজাল্ট পেয়ে থাকতে হবে।
- মেয়েদের জন্য ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলেই আবেদন করতে পারবেন।
- ছেলেরা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবে এবং মেয়েরা পাবে প্রতি মাসের ৭০০ টাকা স্কলারশিপ।
যারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ছেলেদের বেলায় ষাট শতাংশ নম্বর এবং মেয়েদের বেলায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
- এই ক্ষেত্রে ছেলেরা পাবে মাসে ১১০০ টাকা এবং মেয়েরা পাবে মাসের ১৪০০ টাকার স্কলারশিপ।
- আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে।
জগদীশ বস ন্যাশনাল সাইন্স স্কলার্শিপ ২০২৩: এই স্কলারশিপ টি পাওয়ার জন্য ট্যালেন্ট সার্চ নামক পরীক্ষা দিতে হয় আর এই পরীক্ষার রেজাল্ট আসার পরে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়।
এই স্কলারশিপ পাওয়ার জন্য চারটি স্টেপ রয়েছে
- যারা ৭৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা সুযোগ পাবে।
- যে সমস্ত মেয়েরা ৭৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাসের পর সাইন্স নিয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করছে তারা এই পরীক্ষার জন্য সুযোগ পাবে।
- যে সমস্ত মেয়েরা উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পাশ করার পরে যে কোন একটি বিষয় নিয়ে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে বা মেডিকেল পেশার সাথে যুক্ত করা সুযোগ পাবে।
- যে সমস্ত মেয়েরা উচ্চমাধ্যমিক সাইন্স নিয়ে পাশ করার পরে কোন একটি বিষয় নিয়ে গ্রাজুয়েশন নিয়ে ভর্তি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছে সেই সমস্ত মেয়েরা সুযোগ পাবে।
এই স্কলারশিপ বা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হয় লিংক নিচে দেওয়া হয়েছে।
এলআইসি স্কলারশিপ ২০২৩: এই স্কলারশিপ এর পুরো নাম এলআইসি গোল্ডেন জুবিলী স্কলারশি। এটি প্রদান করে তাকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এর তরফ থেকে।
- এই স্কলারশিপ পাওয়ার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকতে হবে।
- মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন সরকারি স্কুল বা কলেজে ভর্তি হলে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে ছেলেমেয়ে উভয়েইযোগ্য।
- এই স্কলারশিপটির জন্য অনলাইনে আবেদন করতে হবে লিংক নিচে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ঘরে বসে সরকারি চাকরি করুন মাসে ৩০ হাজার টাকা বেতন।
আলো স্কলারশিপ ২০২৩: এই স্কলারশিপ টি প্রদান করা থেকে আলো চেরিটেবল ট্রাস্ট থেকে ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবে।
- ৭০% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হলে ছেলে মেয়ে উভয়েই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।
- এই স্কলারশিপের প্রতি মাসে ৬০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। সাধারণ ছাত্র-ছাত্রী সহজে কোন অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন করতে পারবে।
- অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিংক নিচে দেওয়া হয়েছে।
জিপি বিড়লা স্কলারশিপ ২০২৩: এই স্কলারশিপ টি জি পি বিরলা এডুকেশনাল ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়ে থাকে। উচ্চ মাধ্যমিক পাসের পর উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হয়ে যেকোনো ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য ৮৫ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে এবং যারা আই সি এস সি সিবিএসই বোর্ড থেকে পাস করেছে তাদের জন্য ৯০ শতাংশ রেজাল্ট পেয়ে থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের বার্ষিক পারিবারিক আই তিন লক্ষের ক্ষমতা হবে।
- প্রচুর ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করে।
- এই স্কলারশিপ এর মাধ্যমে বই কিনতেও টাকা পাওয়া যায় চার হাজার টাকা।
- আবেদন অনলাইন অফলাইন যেকোনো ভাবে করতে পারবেন লিংক নিচে দেওয়া হয়েছে।
মেধাবী স্কলারশিপ ২০২৩: এটি সাধারণত একটি স্কলারশিপ পাওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয় আর এই পরীক্ষায় পাশ করলে স্কলারশিপ পাওয়া যায়। ভারত সরকারের হিউম্যান রিসোর্স এন ডেভেলপমেন্ট মিশন এর অধীনে এই স্কলারশিপ দিয়ে থাকে। এটি একটি ন্যাশনাল স্কলার্শিপ প্রোগ্রাম তাই যে কোন ছাত্র-ছাত্রীদের আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস করার পর।
- এই স্কলারশিপ টি পাওয়ার জন্য মেধাবী স্কলারশিপ পরীক্ষায় অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে তবে আপনি এই স্কলারশিপ পেতে শুরু করবেন।
- এই স্কলারশিপের অধীনে ৩০০ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।
এই স্কলারশিপের অফিশিয়াল লিংক নিচে দেওয়া হয়েছে সেখানে বিস্তারিত তথ্য এবং আবেদনের লিংক পেয়ে যাবেন।
টাটা পঙ্ক স্কলার্শিপ ২০২৩: এই স্কলারশিপ এর টাকা পাওয়ার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের অন্তত 60 শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে অর্থাৎ রানিং ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর সুযোগ পাবে।
- ছাত্র-ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৪ লাখের কম হতে হবে।
- বছরে ১২-৫০ হাজার টাকা ইস্ক্লারশিপ পাওয়ার সুযোগ রয়েছে এই স্কলারশিপের মাধ্যমে।
- এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিংক অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
Primbada birla scholarship: https://www.southpoint.edu.in/
Sitaram Jindal scholarship: https://www.sitaramjindalfoundation
Jagadish Bose national science talent search:
https://jbnsts.ac.in/
LIC scholarships:
https://licindia.in/
aalo scholarship: http://aalo.org.in/scholarship.php
GP Birla scholarship: https://www.gpbirlaedufoundation.com/
Medhavi scholarship: https://medhavionline.org/
Vidyasarathi scholarship: https://www.vidyasaarathi.co.in/
Tata Pankh Scholarship