প্রসার ভারতী তে কর্মী নিয়োগ 2023 | Prasar bharati Recruitment 2023 |সরকারি ডিডি নিউজ দপ্তরে চাকরি | Doordarshan Recruitment 2023
যদি আপনি সরকারি নিউজ দপ্তরে বা সরকারি নিউজ বিভাগে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনার জন্য এটি একটি সবথেকে বড় সুযোগ। প্রসার ভারতী নিউজ দপ্তর থেকে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
এটি ভারত সরকারের আয়তাধীনে নিউজ পোর্টালটি কাজ করে এটি রয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং এই মন্ত্রীর অধীনে এছাড়াও এর সাথে প্রসার ভারতীর দুটি ডিভিশন কাজ করে।
পশ্চিমবঙ্গে দূরদর্শন দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩ যারা আবেদন করতে ইচ্ছুক বিস্তারিত নোটিফিকেশন সম্পর্কে জেনে নিন তারপরে অনলাইনে আবেদন করুন।
সরকারি dd news দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ সংস্থার নাম: প্রচার ভারতী নিউজ পোর্টাল ভারত সরকার।
পদের নাম: বিভিন্ন পদে রয়েছে নিচে দেখুন।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি 2023।
চাকরির স্থান: পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অফিসে।
আবেদন পদ্ধতি: অনলাইন।
দূরদর্শন দপ্তর প্রচার ভারতী কর্মী নিয়োগের জন্য একই সাথে 11 টি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে চলতি দুই মাসের মধ্যে এখানে প্রচুর শূন্য পদ রয়েছে তার জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। যেই প্রার্থীর ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই আবেদনকারী সে ক্ষেত্রে আবেদন করবেন।
কোন কোন পদে নিয়োগ হবে: পিটিসি, লিগ্যাল এক্সেকিউটিভ, ক্যামেরা কর্মী, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক এক্সিকিউটিভ, আইটি অ্যাসিস্ট্যান্ট, কনটেন্ট এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া, ব্রডকাস্ট এক্সিকিউটিভ, ক্রিয়েটিভ এডিটর গ্রাফিক্স ডিজাইনার, এডিটর স্পোর্টস বিভাগ, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট/সিনিয়র অ্যাসোসিয়েট।
পদের নাম: পার্ট টাইম করেসপন্ডেন্ট বা পিটিসি
মোট শূন্যপদ: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে লেখা নেই।
শিক্ষাগত যোগ্যতা: পিজি ডিপ্লোমা অতঃপর ডিগ্রী ইন জার্নালিজম অথবা গ্রাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন।
এর সাথে কম্পিউটারের প্রসেসিং এর নলেজ থাকতে হবে।
বেতন ক্রোম: সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদনের বয়স: ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে।
আরও পড়ুন 👇
পদের নাম: লিগ্যাল এক্সিকিউটিভ।
মোট শূন্যপদ: দুইটি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অফ লক পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন ক্রোম: 125000/- টাকা প্রতি মাসে।
আবেদনের বয়স: বয়স ৩৫ বছরের মধ্যে হলে আবেদন করুন।
পদের নাম: ক্যামেরা কর্মী বা ক্যামেরা পার্সন।
মোট শূন্যপদ: তিনটি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন।
তাছাড়া এর সাথে সিনেমাটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির সার্টিফিকেট থাকতে হবে।
বেতন ক্রোম: ৩০০০০ টাকা প্রতি মাসে বেতন।
আবেদনের বয়স: ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রসার ভারতী।
মোট শূন্যপদ: একটি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো গ্রাজুয়েট অথবা উচ্চমাধ্যমিক এর সাথে ডিপ্লোমা হার্ডওয়ার নেটওয়ার্কিং।
বেতন ক্রোম: ৩৫ থেকে ৪৫ হাজার টাকা।
আবেদনের বয়স: ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: নেটওয়ার্ক এক্সিকিউটিভ।
মোট শূন্যপদ: একটি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো গ্রাজুয়েট অথবা উচ্চমাধ্যমিক এবং নলেজ থাকতে হবে হার্ডওয়্যার নেটওয়ার্কিং।
বেতন ক্রোম: ৩৫ থেকে ৪৫ হাজার প্রতি মাসে।
আবেদনের বয়স: ৩৫ বছরের মধ্যে।
এর সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা।
পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ: একটি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় গ্রাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক পাস এর সাথে ডিপ্লোমা ইন হার্ডওয়ার নেটওয়ার্কিং।
বেতন ক্রোম: ৩০ থেকে ৩৫ হাজার প্রতি মাসে।
আবেদনের বয়স: ৩৫ বছরের মধ্যে।
কম করে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: কনটেন্ট এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া।
মোট শূন্যপদ: দুইটি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ডিজিটাল আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট।
বেতন ক্রোম: ৩৫ হাজার টাকা প্রতি মাসে।
আবেদনের বয়স: ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
🙏যদি আমাদের এই প্রতিবেদন গুলি ভালো লাগে তাহলে YUKTIDHARA.COM এই ওয়েবসাইটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে। সবার আগে সব চাকরির খবর/বিজ্ঞপ্তি।
পদের নাম: পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ: ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রী অথবা বিজি ডিগ্রী ইন জার্নালিজম।
বেতন ক্রোম: 30000/- হাজার টাকা প্রতি মাসে
আবেদনের বয়স: ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
কম করে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়।
পদের নাম: এডিটর স্পোর্টস ক্যাটেগরি।
মোট শূন্যপদ: একটি।
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি অথবা ডিপ্লোমা জার্নালিজমির উপরে অথবা টিভি প্রোডাকশন এর উপরে যে কোন ইনস্টিটিউশন থেকে।
বেতন ক্রোম: 110000/- প্রতিমাসে।
কম করে ১০ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে।
আবেদনের বয়স: ৫০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করুন।
পদের নাম: ক্রিয়েটিভ এডিটর গ্রাফিক্স ক্যাটেগরি।
মোট শূন্যপদ: দুইটি।
শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি বা ডিপ্লোমা গ্রাফিক্স এর উপরে অথবা মাল্টিমিডিয়া অথবা এনিমেশন যেকোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে।
থ্রিডি মডেলিং এনিমেশন ভিজুয়াল স্টুডিওর উপরে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ক্রোম: ৪১০০০/- প্রতিমাসে।
আবেদনের বয়স: ৪০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করুন।
পদের নাম: ব্রডকাস্ট এক্সিকিউটি।
মোট শূন্যপদ: ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা জার্নালিজিম এর উপরে যে কোনো ইনস্টিটিউশন থেকে।
হিন্দি এবং ইংরেজিতে কম করে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ক্রোম: 40000/- টাকা প্রতি মাসে।
আবেদনের বয়স: ৪৫ বছরের মধ্যে বয়স হলে আবেদন করুন।
দূরদর্শন দপ্তরে কর্মী নিয়োগ ২০২৩, প্রসার ভারতী দপ্তরে কর্মী নিয়োগ 2023, dd news এ কর্মী নিয়োগ 2023, নিউজ দপ্তর কর্মী নিয়োগ 2023, পশ্চিমবঙ্গ দূরদর্শনে কর্মী নিয়োগ 2023, নিউজ বিভাগে কর্মী নিয়োগ 2023।
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Click Here |
Apply Online/Offline | Click Here |
Read Notifications | Click Here |
Join Telegram | Click Here |