প্রতিবছরের মতো এবারও সঠিক সময়ে ইউনিয়ন বাজেট পাস হয়ে গেল এবং সব তথ্য পরিষ্কার হয়ে গেল সাধারণ মানুষের সামনে। সরকারি বাজেট ২০২৩ এ বছরের বাজেটে কিসের দাম বাড়লো এবং কিসের দাম কমলো সেটা জানা অবশ্যই প্রয়োজন।
এবারের বাজেটে দম কমলো কোন কোন পণ্যের এবং কি কি পণ্যের দাম বাড়লো এবছরের বাজেটে জেনে নিন সব তথ্য একসাথে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় সরকারি বাজেট ২০২৩ পেশ করেছেন।
এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে নতুন বাজেট ২০২৩ অনুসারে।
এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমল
- আপনি হয়তো জানেন না যে এবারের বাজেটে কি কি জিনিসের দাম কমলো বা কোন কোন জিনিস সস্তা হলো এবারের বাজেটে। দাম কমলো:-
- দাম কমেছে বিভিন্ন মোবাইল ফোনের।
- লিথিয়াম ব্যাটারির দাম কমেছে বাজেটে।
- ইস্পাত এছাড়াও লোহার রড এগুলোর দাম কমেছে।
- যারা মোবাইল প্রেমিক তাদের জন্য আরো সুখবর এবছরের বাজেটে ক্যামেরার দাম কমানো হয়েছে।
- দাম কমেছে বৈদ্যুতিক গাড়ি ও বাইকের।
- ওয়ার্কশপে তৈরি হীরের দাম কমেছে বাড়ির বাজেটে।
- এলইডি টেলিভিশনের দাম কমানো হয়েছে।
- এছাড়া খেলনা সাইকেল মোবাইল ফোনের চার্জার ইত্যাদির দাম এ বছরের বাজেটে কমেছে।
- এছাড়া কাপড়ের দাম কমলো এবছরের বাজেটে
কম দামে জিনিস কিনুন আজকেই পছন্দ মতো
কম দামে মোবাইল কিনুন আজকেই |
প্রচুর কম দামে ক্যামেরা কিনুন দেখুন এখুনি |
কম দামে জামা কাপড় কিনুন পছন্দ করুন ইচ্ছে মতো |
ইচ্ছে মতো খেলনা কিনুন কম দামে বাজেটে দাম কমেছে |
কেন্দ্রীয় বাজেট ২০২৩ কোন কোন জিনিসের দাম বাড়লো
এবছরের বাজেটে দাম বাড়ানো হয়েছে অনেক পন্যের। যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে এবছর কেন্দ্রীয় বাজেটে সেগুলি দেখে নিন নিচে:-
- এবারের বাজেটে বিদেশি জিনিসপত্রের উপর দাম বাড়ানো হয়েছে।
- রুপার দাম বাড়ানো হয়েছে ।
- সোনার দাম বাড়ানো হয়েছে।
- এছাড়া প্লাটিনামেরও দাম বাড়ানো হয়েছে।
- এবারের বাজেটে সিগারেটের দাম বেড়েছে।
- ইমিটেশন জুয়েলারির দাম বাড়ানো হয়েছে।
- স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্ত এক্সরে মেশিন গুলি থাকে সেই এক্স-রে মেশিন এর দাম বেড়েছে এবারের বাজেটে।
- বৈদ্যুতিন খেলনার বিভিন্ন ওয়ার্ডসের দাম বেড়েছে 2023 এর বাজেটের অধিবেশনে।
২০২৩ কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই YUKTIDHARA.COM ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন।