রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে। স্বাস্থ্য দপ্তরে ব্লক ভিত্তিক এই সমস্ত কর্মী নিয়োগ হবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত তথ্য একনজরে জেনে নিন। যদি আপনি স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে এই আপডেটটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। নিচে বিস্তারিত তথ্য এক নজরে দেখে নিন।
রাজ্যের মালদা জেলা থেকে ব্লক ভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিটি হবে চুক্তিভিত্তিক কিন্তু পরবর্তী সময়ে হয়তো সেটি পার্মানেন্ট হয়ে যেতে পারে।
নিয়োগ হবে মালদা জেলার বিভিন্ন বিডিও অফিসে। তাই যদি আপনি মালদা জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। তাছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও আবেদন করতে পারবেন। নিয়োগ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
পদের নাম: (১) Ophthalmic অ্যাসিস্ট্যান্ট। এবং (২) ইমিউনাইজেশন ভলেন্টিয়ার (৩) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (৪) সিনিয়র টিটমেন্ট সুপারভাইজার (৫) পিপিএম কো-অরডিনেটর।
পদের নাম: (১) optholmic অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সাইন্স শাখায়। তাছাড়া দুই বছরের প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।
বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন: এই পদের জন্য প্রতি মাসে ১৮০০০ টাকা বেতন রয়েছে।
আবেদন ফি: ১০০ টাকা সাধারন দের বেলায় এবং সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
আরো পড়ুন: এ মাসে কোন কোন চাকরি দরখাস্ত চলছে মাধ্যমিক পাস চাকরির খবর উচ্চ মাধ্যমিক পাস চাকরির খবর এসএসসি জিডি অনলাইন দরখাস্ত করুন
(২) পদের নাম:
ইমিউনাইজেশন ভলেন্টিয়ার।
মোট শূন্যপদ: দুইটি।
শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস হতে হবে এর সাথে কম্পিউটারের ডিপ্লোমা পাস সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন: প্রতিদিনের হিসেবে 550 টাকা করে বেতন দেয়া হবে।
(৩) পিটিপি কোর্ডিনেটর।
শূন্যপদ: একটি।
বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন: ২৬০০০/- টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন শাখা গ্রাজুয়েশন ডিগ্রি। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
(৪) পদের নাম: সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার।
শূন্যপদ: দুইটি।
বয়স: 21 থেকে 40 বছরের মধ্যে।
বেতন: ২৫ হাজার টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা: সাইন্স নিয়ে স্নাতক ডিগ্রী পাস এবং কম্পিউটারের সার্টিফিকেট পাস হতে হবে। এক বছরের ন্যাশনাল হেলথ প্রোগ্রামে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(৫) health ভিজিটর।
শূন্যপদ: ১টি।
বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন: ১৮ হাজার টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা: সায়েন্স শাখায় গ্রাজুয়েশন ডিগ্রী সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারের সার্টিফিকেট পাস থাকতে হবে। এম পি ডব্লিউ ট্রেনিং কোর্স থাকলে ভালো।
আবেদন পদ্ধতি: মালদা জেলার বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ হচ্ছে তার জন্য আবেদন করতে হবে অফলাইনে। নির্দিষ্ট ফর্মের বয়ান ডাউনলোড করে নিয়ে সঠিক ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন পাঠানোর অফিশিয়াল ঠিকানা:
office of the secretary, district Health and Family Welfare Samiti and Chief medical officer of health, Malda, JhalJhaliYa, Malda- 732101.
official website: click here application form PDF: click here