প্রাইমারি টেট নিয়ে আবার নয়া বিজ্ঞপ্তি জারি করলো আজ ,আবেদনের যোগ্যতায় বিরাট পরিবর্তন

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

আজ আবার রাজ্য প্রাইমারি টেট নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। যেখানে পরিষ্কার করে বলা হয়েছে নতুন করে কেমন শিক্ষাগত যোগ্যতা নেওয়া হবে। প্রাইমারি শিক্ষক পদে আবেদনকারীদের জন্য আবার এক নতুন চিন্তার শুরু হয়েছে।
WB Primary TET Results 2022 Published Today Check Online Now mysearch »

নুতুন নির্দেশিকাতে কী বলা হয়েছে ?

আজকের জারিকরা প্রাইমারি বোর্ডের নতুন নোটিশ এ বলা হয়েছে এবার টেট পরীক্ষার জন্য স্নাতক পাশ করা ডিএলএড ডিগ্রি ধারীরা ও আবেদন করতে পারবেন। এই নিয়ে ২ বার পরিবর্তন করা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতা : উচ্চমাধ্যমিকে ৫০% রেজাল্ট সহ দুই বছরের ডিপ্লোমা বা চার বছরের স্নাতক ডিগ্রি অথবা ডিএড থাকতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে – দুই বছরের ডিএলএড। বাকি সব কিছু আগের বিজ্ঞপ্তির মতোই আছে।

আপনি প্রাইমারি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকের জারি করা নয়া বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। নিচে লিংক দেওয়া হয়েছে দেখেনিন সরাসরি।

OFFICIAL WEBSITE : Click Here LATEST JOB NOTICE : Click Here

📌 এখন থেকে রাজ্যের প্রথম শ্রেণীতে ভর্তির বয়স ছয় বছর জানিয়ে দিল শিক্ষা মন্ত্র বিস্তারিত জেনে নিন।

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment