খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ অনলাইন আবেদন করুন পশ্চিমবঙ্গ সরকার নতুন করে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। ২০২২ সালের এই প্রথম ফুড রিক্রুটমেন্ট শুরু হলো। নিচে বিস্তারিত দেওয়া আছে পড়ুন –
এছাড়াও খাদ্য দপ্তরে ৪২০০০ কর্মী নিয়োগের জন্য প্রস্তুতি চলছে সেখানেও আবেদন করতে পারবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এডুকেশনাল যোগ্যতা লাগে তাই আগে সব কিছু দেখুন পড়ুন তারপর আবাসন করুন। এখানে যে নিয়োগের নোটিশ আপনি পাবেন সেটা হচ্ছে রাজ্যের একটি জেলা থেকে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করবে তার বিস্তারিত।
পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর।
নিয়োগের স্থান :- নদীয়া জেলার খাদ্য দপ্তরে।
কারা আবেদন করতে পারবে :- যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। Aso Read :- icds recruitment 2022
আবেদনের বয়স :- ০১.০১.২০২২ হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতনক্রম :- ১৭০০০
মোট শূন্যপদ :- ৩৪ টি মোট শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা :- যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। তবে কিছু অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে, যেমন-কম্পিউটার এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি কাজে ভালো দক্ষতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ,তার আগে আবেদন ফর্ম নিয়ে তা পূরণ করতে হবে ,তারপর সেটাকে স্ক্যান করে সমস্ত ডকুমেন্ট এর জেরক্স করে সাবমিট করতে হবে। [email protected] এই জিমেইল এই সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্ট।
আবেদনের তারিখ :- ১৭/০২/২০২২ পর্যন্ত।
অনলাইন আবেদন :- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
নতুন চাকরির খবর :- Click Here
1 thought on “খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ , অনলাইন আবেদন করুন”