এখানে ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি গুছিয়ে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় অর্থনীতি প্রশ্ন ও উত্তর।
প্রশ্ন। ভারতের অর্থনৈতিক পরিকল্পনার অসফলতা কী?
উত্তর। জনসংখ্যা বৃদ্ধি।
প্রশ্ন। কোন্ দেশে সরকারিভাবে প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি চালু হয়?
উত্তর। ভারতে।
প্রশ্ন। ভারতের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার কত শতাংশ?
উত্তর। ১৬%।
প্রশ্ন। ভারতীয়দের দ্বারা প্রথম পরিচালিত ব্যাঙ্ক কোনটি?
উত্তর। আয়ুধ ব্যাংক।
প্রশ্ন। জেলা স্তরে কোন ব্যাংক পরিচালিত হয়?
উত্তর। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।
প্রশ্ন। যে-কোনো একটি করের নাম করো যা কেন্দ্রীয় সরকারের আওতায়
উত্তর। বিক্রয় কর।
প্রশ্ন। শুল্ক প্রযোজ্য হয় কিসের উপর?
উত্তর। সামগ্রী তৈরির উপর।
প্রশ্ন। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে?
উত্তর। এস. ডি. দেশমুখ।
প্রশ্ন। ভারতে মিশ্র অর্থনীতির কাঠামো শুরু হয়?
উত্তর। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে।
প্রশ্ন। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়?
উত্তর। ১৯৫১-৫৬ সালে।
প্রশ্ন। জাতীয় পরিকল্পনায় রোলিং প্ল্যান ধারণাটি প্রবর্তন করেন?
উত্তর। জনতা সরকার।
প্রশ্ন। আউট সোর্সিং বলতে কী বোঝায়?
উত্তর। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজ অন্য দেশ থেকে করিয়ে নেওয়া।
প্রশ্ন। সংসদে পাস হওয়া কোন্ আইনকে সুপ্রিম কোর্ট বৈধতা দেন?
উত্তর। পোটাকে।
প্রশ্ন। ভারত থেকে আউট সোর্সিং বা তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজ করিয়ে নেওয়ার ব্যাপারে কোন্ দেশ সবচেয়ে বেশি আপত্তি করেছে?
উত্তর। আমেরিকা।
প্রশ্ন। ভারতের সংবিধানে মোট কয়টি ধারা আছে?
উত্তর। ৪৪৪-এরও বেশি।
প্রশ্ন। ভারতের সংবিধানে কটি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে?
উত্তর। ১০টি।
প্রশ্ন। ভারতের সংবিধানে কটি তালিকা রয়েছে?
উত্তর। ১২টি।
প্রশ্ন। ভারতের সংবিধান রচনায় সাংবিধানিক পরামর্শদাতা কে ছিলেন?
উত্তর। বি. এন. রাও।
আরও পড়ুন:- চাকরির নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে ২০২২
প্রশ্ন। প্রথম কোথাকার সংবিধানে প্রস্তাবনা যুক্ত হয়?
উত্তর। মার্কিন সংবিধানে।
প্রশ্ন। ভারতের সংবিধানে প্রস্তাবনা কোন দেশের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে
নেওয়া হয়েছে?
উত্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন। ব্যক্তি স্বাধীনতার অধিকার কোন ধারায় আছে?
উত্তর। ২৫ নং ধারায়।
প্রশ্ন। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার কোন ধারায় রয়েছে?
উত্তর। ২৯ ও ৩০ নং ধারায়।
প্রশ্ন। কার সম্মতি ব্যতীত সংসদে অনুমোদিত কোনো বিল আইনে পরিণত হতে পারেনা?
উত্তর। রাষ্ট্রপতি।
প্রশ্ন। ভোট দেওয়ার বয়স ২১ বছর থেকে ১৮ বছর করা হয়—
উত্তর। ৬১তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে?
উত্তর। রাষ্ট্রপতি।
প্রশ্ন। কেন্দ্র রাজ্যের কার্য ও ক্ষমতা সম্পর্কে উল্লেখ আছে—
উত্তর। ২৪৬ নং ধারায়।
প্রশ্ন। ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কে?
উত্তর। প্রধানমন্ত্রী।
প্রশ্ন। ‘ফৌজদারি ও দেওয়ানি’ আইন কোন্ তালিকার অন্তর্গত?
উত্তর। যুগ্ম তালিকার অন্তর্গত।
প্রশ্ন। অর্থবিল শুধুমাত্র উপস্থিত হতে পারে
উত্তর। লোকসভায় ।
প্রশ্ন। ভারতের শাসনব্যবস্থা কার্যত –
উত্তর। যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রীক।
আরও পড়ুন ভিজিট করুন :- yuktidhara.com
1 thought on “ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর MCQ”