বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল
হ্যালো বন্ধুরা আজ আপনি এখান থেকে জানতে পারবেন বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল গুলির নাম ও এগুলি কোথায় কোথায় রয়েছে । তাছাড়া এই বিখ্যাত সমাধিস্থল গুলি আপনি চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন।
এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে দেখবেন বিভিন্ন পরীক্ষাতে কিন্তু একটি না একটি এই ধরনের প্রশ্ন আছে যেখানে জিজ্ঞাসা করা হয় বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল এর সমাধিস্থল গুলি খুবই গুরুত্বপূর্ণ চাকরির যেকোনো পরীক্ষার জন্য।
আরো পড়ুন:- পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন অজানা প্রশ্ন এবং তার উত্তর পুরুন একসাথে
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল
বিখ্যাত ব্যাক্তি | সমাধিস্থল | রাজ্য |
পি ভি নরসিমা রাও | রাষ্ট্রীয় স্মৃতি | দিল্লি |
চন্দ্রশেখর | জননায়ক স্থল | দিল্লি |
দেবিলাল | সংঘর্ষস্থল | দিল্লি |
মহাত্মা গান্ধী | রাজঘাট | দিল্লি |
লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট | দিল্লি |
গুলজারিলাল নন্দ | নারায়ণ ঘাট | আমেদাবাদ |
ইন্দিরা গান্ধী | শক্তিস্থল | দিল্লি |
মোরারজি দেশাই | অভয় ঘাট | আমেদাবাদ |
চরণ সিং | কিষান ঘাট | দিল্লি |
রাজীব গান্ধী | বীরভূমি | দিল্লি |
রাজেন্দ্র প্রসাদ | মহাপ্রয়াণ ঘাট | পাটনা |
বি আর আম্বেদকর | চৈত্র ভূমি | মহারাষ্ট্র |
জগজীবন রাম | সমতা স্থল | দিল্লি |
KR নারায়ণ | একতা স্থল | দিল্লি |
রাজা রামমোহন রায় | অর্নজ ভেল | লন্ডন |
শংকর দায়াল শর্মা | কর্মভূমি | দিল্লি |
আইকে গুজরাল | স্মৃতিস্থল | দিল্লি |
বাবর | কাবুল | |
হুমায়ুন | দিল্লি | |
আকবর | সেকেন্দ্রাবাদ | |
জাহাঙ্গীর | লাহোর | |
নানাসাহেব মারভি | মহারাষ্ট্র | |
শাহজাহান | আগ্রা | |
ওরঙ্গজেব | মহারাষ্ট্র | |
শেরশাহ | বিহার | |
মমতাজ | আগ্রা তাজমহল |
ডাউনলোড করার জন্য নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দিন
File name : বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল তালিকা pdf
ভালো লাগলে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায়।
More read :- কর্মসংস্থান এই সপ্তাহের পেপার
Related Questions
1. মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত ?
Ans – রাজঘাট । দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে সমাধিস্থ করা হয়।
2. লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থল কোথায় অবস্থিত ?
Ans – বিজয় ঘাট । দিল্লির বিজয় ঘাট নামক এক স্থানে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থ করা হয়।
6 thoughts on “বিখ্যাত ব্যাক্তিদের সমাধিস্থল তালিকা Ready 2 pdf”