west bengal health new vacancy 2020, wb health recruitment news in Bengali

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ  wb health recruitmen বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে।আপনি পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। 

https://www.yuktidhara.com/2020/11/Jela-swastha-o-poribar-samiti-notun-vacancy-west-bengal.html
 wbdhfws jobs

আবেদন করতে গেলে যে সমস্ত পদে  এখানে আবেদন চাওয়া হয়েছে সমস্ত পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেখে নিয়ে আপনাকে আবেদন করতে হবে।আপনি যে পদের জন্য যোগ্য সে পদের জন্য আবেদন করবেন 

নিচে বিস্তারিত দেখে নিন:-  

কোন কোন পদে নিয়োগ হবে 

যে সমস্ত পদগুলিতে নিয়োগ হবে সেগুলি হল :-  স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক, ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার, টেকনিশিয়ান  সুপারভাইজার, টেকনিশিয়ান ব্লাড ব্যাংক, মেডিকেল অফিসার জেনারেল ডিউটি ,মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ফুলটাইম মেডিকেল অফিসার, স্টাফ নার্স নেশনাল হেলথ মিশন, কাউন্সিলর, ট্রেন্ড জেনারেল নার্স, হসপিটাল এটেনডেন্ট, স্যানিটারি এটেনডেন্ট এবং পিড় সাপোর্ট  এ সমস্ত পদগুলিতে নিয়োগ হবে তার জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে প্রত্যেকটি পদেই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। 


হসপিটাল এটেনডেন্ট

শিক্ষাগত যোগ্যতা

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

মাধ্যমিক পাস,সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স – ০১.০১.২০২০ হিসেবে ৪০ বছরের মধ্যে হতে হবে। 

বেতন – ৭৫০০ টাকা প্রতি মাসে। 


স্যানিটারি এটেন্ডেড

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস, সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স এবং বেতন উপরের মতই। 


পীর সাপোর্ট 

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাস,সাথে বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স – ০১.০১.২০২০ হিসেবে 40 বছরের মধ্যে থাকতে হবে। 

বেতন – ১০ হাজার টাকা প্রতি মাস। 


স্টাফ নার্স

শিক্ষাগত যোগ্যতা 

বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং সার্টিফিকেট পাস হতে হবে,সাথে তিন বছরের ওয়ার্কিং অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স

এ পদের জন্য বয়স হতে হবে ০১.০১.২০২০ হিসাবে ৬০ বছরের মধ্যে।তাছাড়া সংরক্ষিত জাতি থেকে আসলে যথারীতি বয়সে ছাড় পাবে। 

বেতনক্রম

এই পদের জন্য প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন দেয়া হবে। 


ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক

শিক্ষাগত যোগ্যতা

এ পদের জন্য আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রতি আপনার অবশ্যই ধ্যান থাকা প্রয়োজন।যেমন- মেডিকেল ল্যাবরেটরির উপরে আপনার ডিগ্রী কোর্স থাকতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরী টেকনোলজির উপরে।পাশাপাশি আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে,কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। 

বয়স

০১.০১.২০২০ হিসেবে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। 

বেতন ১৩ হাজার টাকা প্রতিমাসে দেয়া হবে। 


ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা

এ পদের জন্য আবেদন করতে গেলে আপনাকে এমবিবিএস/ডেন্টাল অথবা নার্সিং অথবা লাইফ সাইন্স/ সোশ্যাল সাইন্স এর উপরে গ্র্যাজুয়েট থাকতে হবে।সাথে মাস্টার্স থাকতে হবে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ওপরে অথবা হেলথ ম্যানেজমেন্ট এর উপরে এক বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। 

বয়স

০১.০১.২০২০ হিসেবে ২২-৪০ বছরের ভিতর হতে হবে। 

বেতন

৩৫ হাজার টাকা প্রতি মাসে। 


ল্যাব টেকনিশিয়ান (NUHM) 

শিক্ষাগত যোগ্যতা

সাইন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ সাথে কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। 

বয়স

০১.০১.২০২০ হিসেবে ৪০ বছরের মধ্যে হতে হবে। 

বেতন – ১৭২২০ টাকা প্রতি মাসে দেওয়া হবে। 


টেকনিক্যাল সুপারভাইজার

শিক্ষাগত যোগ্যতা

সাইন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ সাথে মেডিকেল ল্যাবরেটরির উপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।কম্পিউটার সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। 

অথবা

মেডিকেল ল্যাবরেটরী নিয়ে ডিগ্রী কোর্স পাস করে থাকতে হবে। 

অথবা

পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী মেডিকেল ল্যাবরেটরির উপরে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। 


বয়স – ০১.০১.২০২০ হিসেবে ৪০ বছরের ভেতরে থাকতে হবে। 

বেতন – ১৭২২০ টাকা প্রতি মাসে। 


ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক

শিক্ষাগত যোগ্যতা

সাইন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ,সাথে মেডিকেল ল্যাবরেটরির উপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। বাকিগুলি উপরের পদের মতই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স এবং বেতন এগুলো উপরের মতই। 


এছাড়াও মেডিকেল অফিসার ফুলটাইম মেডিকেল অফিসার এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদ গুলির জন্য অফিসের ওয়েবসাইট দেখতে পারেন www.wbhealth.gov.in


আবেদন পদ্ধতি সমস্ত পদের জন্য 

অফলাইনে আবেদন করতে হবে এ ফোর সাইজের সাদা পেপার এর মাধ্যমে। যে ফরমটি আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।সেখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট নিতে হবে সমস্ত ডকুমেন্ট কে জেরক্স করে সেল্ফ এটাস্টেড করে দেবেন এবং ২৭ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়

ঠিকানা ঠিক হলো to the office of the CMOH and secretary, district Health and Family Welfare Samiti, purba Medinipur pin 721636.


প্রার্থী বাছাই পদ্ধতি – সমস্ত পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে এবং নির্দিষ্ট ডেটে আপনাদের নির্দিষ্ট ভেন্যুতে ডেকে নেয়া হবে আরো বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন। 

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment