উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য দরখাস্ত চলছে ।যদি আপনি উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে গ্রাম রোজগার সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন।

https://www.yuktidhara.com/2020/11/gram-rojgar-sahayak-job-vacancy-latest-news.html
grs job news

কোন জেলা থেকে আপনি আবেদন করতেপারবেন।বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে, পুরো বিস্তারিত দেখে নেওয়ার পরে আবেদন করতে হবে।নিচে বিস্তারিত দেখে নিন –

পদের নাম:- গ্রাম রোজগার সহায়ক

শিক্ষাগত যোগ্যতা:- সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাস, সাথে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে এবং ৫৫% রেজাল্ট নিয়ে ফাশ করে থাকতে হবে।

অন্যান্য অভিজ্ঞতা:- কম করে ছয় মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের ছোটমোটো কাজ করতে জানতে হবে।

বয়স:- গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের ভেতরে ২৩/১১/২০২০ হিসাবে।

বেতনক্রম:- গ্রাম রোজগার সহায়ক পদের বেতন রয়েছে প্রতি মাসে ২০ হাজার টাকা।

বাসিন্দা:- এই পদের জন্য আবেদন করতে হলে আপনাকে সুতি-১ ডেভলপমেন্ট ব্লক এরিয়ার বাসিন্দা হতে হবে।

আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে আপনাদের অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে। অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে আপনাকে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সেগুলি হল-
উচ্চ মাধ্যমিকের মার্কশীট, সার্টিফিকেট।
মাধ্যমিকের সার্টিফিকেট অথবা এডমিট কার্ড।
কম্পিউটার সার্টিফিকেট।
ভোটার আইডি কার্ড।
বাসিন্দা প্রমাণপত্র।

দরখাস্তের ফ্রম ঠিকঠাকভাবে ফিলাপ হয়ে গেলে সমস্ত ডকুমেন্ট গুলি ফরম্যাট সাথে প্রিন্ট করে দিয়ে নিচের ঠিকানায় পাঠিয়ে দেবেন ঠিকানাটি হলো
the block development officer, suti-1 development block, village+lost ahiron, ps-suti, district-murshidabad, pin-742223.

দরখাস্ত পৌঁছানোর শেষ সময় :- ১৫/১২/২০২০ পর্যন্ত।

ফরম ডাউনলোড করুন

Share post
যুক্ত হন আমাদের সাথে

1 thought on “উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগ”

Leave a Comment