পশ্চিমবঙ্গ বনদপ্তরের তরফ থেকে বেশ কিছুদিন আগে বন সহায়ক পদের জন্য সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল ।
বন সহায়ক ইন্টারভিউ |
সেই নোটিফিকেশন মোতাবেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে প্রায় 20 প্রার্থী ঘোষণা করেছিল বন সহায়ক পদের জন্য ।
সেপ্টেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু হয়ে যায়, ধীরে ধীরে প্রত্যেকটি জেলাতেই ইন্টারভিউ এর প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ বনদপ্তর এর অফিশিয়াল বিভাগ থেকে। তারা এক এক করে রাজ্যের সমস্ত জেলাতেই যতগুলি প্রার্থী আবেদন করেছেন সমস্ত প্রার্থীদের কে দরখাস্ত বাছাই করে ইমেইল অথবা মোবাইলে এসএমএস করে জানিয়ে দিয়েছেন তাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে।
তাছাড়া যে জেলাতে ইন্টারভিউ শুরু হচ্ছে সেই জেলার অফিশিয়াল ওয়েবসাইটে সমস্ত প্রার্থীদের নাম এর তালিকা তুলে ধরা হচ্ছে । প্রতিদিন 400 জন করে প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হচ্ছে তাই আপনি যদি পশ্চিমবঙ্গ বনদপ্তর এর বন সহায়ক পদের জন্য আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত ইন্টারভিউ এর ডাক পাননি তাহলে অবশ্যই আপনাকে আপনার জেলার অফিসের ওয়েবসাইট ফলো করতে হবে। ইতিমধ্যেই জেলা তাদের ওয়েবসাইটে 7,8,এবং 10 অক্টোবর তারিখের প্রার্থীদের পুরো তালিকা তুলে ধরেছেন সেটি দেখুন। ইন্টারভিউ এর তারিখ এবং প্রার্থীদের সম্পূর্ণ তালিকা দেখুন
Related post:- রেশন কার্ডের সাথে আধার লিংক কিভাবে করবো
রাজ্যে সমবায় কৃষি বিভাগে দরখাস্ত চলছে আবেদন করুন।
দুর্গাপুর স্টিলপ্লান্টে বিভিন্ন পদে নিয়োগের দরখাস্ত চলছে