রেশন কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিংক করবেন, খুব শিগগিরই সকল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

 যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে বা পুরোনো কোন রেশন কার্ড থাকে তাহলে সেই কার্ডের সাথে অবশ্যই আপনাকে এবার আধার কার্ডের সংযোগ করতে হবে। 

https://www.yuktidhara.com/2020/09/How-to-link-ration-card-with-aadhaar-card-online-and-offline-full-details.html
রেশন কার্ডের সাথে আধার কার্ড link

যদি আপনি আধার কার্ড রেশন কার্ডের সাথে লিংক না করেন তাহলে আপনি এবার রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন না । পাশাপাশি আপনার এ রেশন কার্ডের সাথে আধার কার্ডের পাশাপাশি মোবাইল নম্বর সংযোগ করতে হবে কেননা এবার এই মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে একটি ওটিপি  পাঠাবে এবং এই ওটিপি র মাধ্যমে আপনি এবার রেশন দোকান থেকে সামগ্রী নিতে পারবেন। 

তাই কেন্দ্রীয় সরকার থেকে এই গুরুত্বপূর্ণ আপডেট আগেই জানিয়ে দেয়া হয়েছিল। এ মাসেই আপনাদের সমস্ত রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযোগ করে নিতে হবে। রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযোগ করার আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাকে জেনে নিতে হবে সেগুলি দেখে নিন :- 

(1)রেশন কার্ডের সাথে আধার কার্ড কিভাবে সংযুক্ত করবেন। 

(2)অনলাইনে কিভাবে সংযুক্ত করবেন

অনলাইন ছাড়া কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করা যায়। 

(3)রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করার শেষ তারিখ কত দিন পর্যন্ত। 

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

(4)রেশন কার্ডের সাথে আধার কার্ড কেন সংযুক্ত করতে হবে। 

সারা দেশজুড়ে এক দেশ এক রেশন কার্ড স্কিম চালু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং  এই স্কিম এর আয়তার সমস্ত ডিজিটাল রেশন কার্ড কে  আধার কার্ডের সাথে সংযুক্ত করতে হবে বাধ্যতামূলকভাবে। তবে একটি কথা আপনাদের জেনে রাখা ভালো যাদের আধার কার্ড নেই তারা কোনোভাবেই কিন্তু রেশন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন না। এটিও কিন্তু কেন্দ্রীয় খাদ্য বন্টন মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের আধার কার্ড রয়েছে এবং ডিজিটাল রেশন কার্ড রয়েছে তারা কে অবশ্যই সংযুক্ত করতে হবে। 

অনলাইনে কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করবেন:- 

(i)প্রথমে আধার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে www.uidai.gov.in আপনাকে ভিজিট করতে হবে এবং সেখানে লগইন করতে হবে। 

(ii)তারপর স্টার্ট নও বাটনে ক্লিক করতে হবে

(iii)এরপর আপনার সম্পূর্ণ নাম ঠিকানা জেলা ডিটেইলস যা যা সেখানে যাওয়া হবে সমস্ত তথ্য সেখানে এন্ট্রি করতে হবে। 

(iv)এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন সেই অপশনগুলি থেকে বেনেফিট টাইপের  রেশন কার্ড অপশন টি আপনাকে খুঁজতে হবে এবং সেখানে ক্লিক করতে হবে। 

(v)এরপর আপনাকে রেশন কার্ড অপশন এ ক্লিক করতে হবে। 

(vi)এরপর রেশন কার্ড নম্বর আধার কার্ড নম্বর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি আপনাকে এন্ট্রি করতে হবে। 

(vii)এবার আপনার হাতের সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড। 

(viii)এবার আপনার সেই ওটিপি টি ওয়েবসাইট এর নির্দিষ্ট জায়গায় টাইপ করবেন এবং সাবমিট করবেন।  

সবশেষে আপনি একটি নোটিফিকেশন পাবেন এবং আপনার সংযুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। 

আরও পড়ুন:-দুর্গাপুর স্টিলপ্লান্টে বিভিন্ন পদে নিয়োগের দরখাস্ত চলছে 

যারা অনলাইনে সংযুক্ত করতে ইচ্ছুক নন তারা অফলাইনেও রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করতে পারবেন কিভাবে দেখে নিন:- 

(i)আপনার পরিবারে যতগুলি রেশন কার্ড রয়েছে সবার রেশন কার্ডের জেরক্স কপি আপনাকে সাথে নিতে হবে। 

(ii)আপনার পরিবারের কর্তার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং রেশন কার্ডের জেরক্স সাথে নিতে হবে। 

(iii)যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে সংযুক্ত রয়েছে সেই মোবাইলটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। 

(iv)সমস্ত ডকুমেন্ট সহ সমস্ত কাগজপত্র আপনাকে আপনার রেশন দোকানে জমা করে আসতে হবে অথবা আপনার এলাকার ব্লক অফিসের রেশন বিভাগে আপনি সেই ডকুমেন্টগুলো জমা করতে পারবেন। এবং সেখানেই তারা সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করবে এবং তখন আপনার একটি ওটিপি দেবে এবং তারপর ধীরে ধীরে সম্পূর্ণ কাজটি তারা কমপ্লিট করে ফেলবে। এবং আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। 

এসমস্ত সংযুক্তিকরণ এই প্রক্রিয়াটি 30 সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সময় দেয়া হয়েছে। যারা রেশন কার্ডের সাথে আধার সংযুক্ত করবেন তারা অবশ্যই খুব শিগগিরই সংযুক্তকরণ এ কাজটি সম্পন্ন করে ফেলুন। 

চাকুরির খবর দেখুন:- শ্রম দপ্তরে ১০ হাজার শূন্যপদে নিয়োগ বিস্তারিত পড়ুন

কেন রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তকরণ করছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এতে ডুপ্লিকেট কার্ডের ব্যবহার বন্ধ হবে। আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েও যদি বসবাস করেন সেক্ষেত্রে আপনার রেশন কার্ড পরিবর্তন করার কোন প্রয়োজন হবে না। আপনি যেকোনো রেশন দোকান থেকে রেশন সামগ্রী নিতে পারবেন অনায়াসে। বিভিন্ন দিক থেকে এই রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তকরণ এর কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই এই গুরুত্বপূর্ণ আপডেট টি আপনাদের জেনে রাখা প্রয়োজন এবং যত শিগগিরি পারা যায় রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা প্রয়োজন। ধন্যবাদ

Link Ration card with Aadhaar card

Digital raton card link mobile and aadhaar

online and offline linking process ration with aadhaar card

Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment