ভারতীয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কন্সাল্ট্যান্টস বিভাগে ৩৮ শূন্যপদে নিয়োগ বিস্তারিত বাংলায়

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

চারিদিকে যখন চাকরির খোঁজে সবাই ছুটে ছুটি করছে ঠিক  সময়েই চাকরির  গুরুত্বপূর্ণ  নোটিফিকেশন জারি  করলো ভারতীয় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ। এখানে বিভিন্ন যোগ্যতাতে একাধিক কর্মী নিয়োগ করবে এই কেন্দ্রীয় সরকারের সংস্থা এটি তথ্য ও সম্প্রচার মিনিস্ট্রি এর অধীনস্থ সংস্থা। 

https://www.yuktidhara.com/2020/09/becil-38-new-recuitment-details.html


এখানে যতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন।এই নিয়োগটি সম্পূর্ণ কন্ট্রাক্টওয়াল ভিত্তিতে হবে ,ভারতের যে কোনো আঞ্চলিক অফিস এ আপনাদের পোস্টিং হতে পারে।

যে সমস্ত পদ গুলোতে নিয়োগ হবে সেগুলি হলো :-

ডেপুটি ম্যানেজার (একাউন্ট)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(একাউন্ট)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
একাউন্টেন্ট
লোয়ার ডিভিশন ক্লার্ক
অফিস অ্যাসিস্ট্যান্ট

কোন পদের কেমন লাগবে :- ডেপুটি ম্যানেজার (একাউন্ট) ৪০ থেকে ৪৫ বছর।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(একাউন্ট) ৩০ থেকে ৪০ বছর।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৩০ থেকে ৪০ বছর।
একাউন্টেন্ট ৩০ থেকে ৪০ বছর।
লোয়ার ডিভিশন ক্লার্ক ২৫ বছর।
অফিস অ্যাসিস্ট্যান্ট ২৫ বছর।

কোন পদের কেমন বেতন :- ডেপুটি ম্যানেজার (একাউন্ট) ৩৫০০০ হাজার টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্ট) ৩০০০০ হাজার টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ২১৬০৬ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক ১৯৮৬৪ টাকা।
অফিস অ্যাসিস্ট্যান্ট ১৫৪১৮ থেকে ১৮০৭০ টাকা।

কোন পদের কেমন যোগ্যতা :- ডেপুটি ম্যানেজার (একাউন্ট) কমার্স নিয়ে ডিগ্রি পাস সাথে ৭ বছরের অভিজ্ঞতা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(একাউন্ট) সেকেন্ড ডিভিশন B.COM পাস সাথে ৭ বছরের অভিজ্ঞতা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার :- যে কোনো শাখায় গ্রাজুয়েট সাথে ৫ বছরের অভিজ্ঞতা।
একাউন্টেন্ট :- M.COM পাস সাথেও ২ বছরের অভিজ্ঞতা।
লোয়ার ডিভিশন ক্লার্ক :- যে কোনো শাখায় গ্রাজুয়েট সাথে অন্তত ৬ মাসের কম্পিউটার কোর্স পাস এবং টাইপিং এর অভিজ্ঞতা।
অফিস অ্যাসিস্ট্যান্ট :- মাধ্যমিক পাস সাথে লোকাল ভাষাতে কথা বলতে ও পড়তে জানতে হবে। এবং ইংরেজি ও অভিজ্ঞতা থাকতে হবে।

কোন পদের কোথায় নিয়োগ হবে :- ডেপুটি ম্যানেজার (একাউন্ট) হেড অফিস দিল্লী
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(একাউন্ট) হেড অফিস দিল্লী
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – হেড অফিস দিল্লী
একাউন্টেন্ট – হেড অফিস দিল্লী, নাগপুর ,দিল্লী ,পুনে ,মুম্বাই ,চেন্নাই ,কলকাতা, পাটনা, চন্ডিগড় , ভোপাল ,রায়পুর,ভিয়ানি,কচি,গুয়াহাটি,ভুবনেশ্বর,জয়পুর,ভিজাগ,জম্মু,শ্রীনগর।
লোয়ার ডিভিশন ক্লার্ক – হেড অফিস দিল্লী,হায়দরাবাদ,দিল্লী,কানপুর,দেরাদুন।
অফিস অ্যাসিস্ট্যান্ট – হেড অফিস দিল্লী,চন্ডিগড়।

কিভাবে আবেদন করতে হবে :- সমস্ত পদের বেলাতেই অনলাইনে আবেদন করতে হবে , আপনি প্রথমে www.becil.com এই ওয়েবসাইট এ আসারপর carrier section এর ঘরে যাবেন তারপর Registration for (online) এই ঘরে ক্লিক করবেন।তারপর স্টেপ বই স্টেপ সব ফর্মগুলি ফিললুপ করতে পারবেন খুব সহজেই।
যদি কোনো টেকনিকাল প্রোবলেম হয় তাহলে – [email protected] এখানে ইমেইল করতে পারবেন।
তাছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে [email protected] এখানে ইমেইল করতে পারবেন।
আবেদনের শেষ সময় – ২১ সেপ্টেম্বর ২০২০।
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment