পশ্চিমবঙ্গ সাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নতুন শূন্যপদে একাধিক কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন যায়গা থেকে আবেদন করা যাবে। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন।
সাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে job |
যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার আগে বিস্তারিত সঠিক তথ্য এখান থেকেই দেখতে পাবেন। নিচে বিস্তারিত একনজরে দেখুন:-
আবেদন করতে হলে আপনাকে ভারতীয় বাসিন্দা হতে হবে। এখানে বিভিন্ন পদ রয়েছে। যেমন:- (1) assistant professor (2) demonstrator/clinical tutor (3) associate professor (4) professor
(১) অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর (২) ডেমোস্ট্রেটর বা ক্লিনিক্যাল শিক্ষক (৩) অ্যাসোসিয়েট প্রোফেসর (৪) প্রোফেসর।
অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর:-
এই পদের মোট শূন্যপদ 53 টি। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ রয়েছে।
এই পদের জন্য বয়স হতে হবে 01/09/2020 হিসাবে 58 বছরের মধ্যে।তাছাড়া বিভিন্ন সংরক্ষিত জাতির প্রার্থীদের জন্য যথারীতি বয়সে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা MCI এর নিয়োম অনুযায়ী যেমন লাগে তেমনি লাগবে। আপনি চাইলে www.mciindia.org এই সাইটে ভিজিট করে দেখতে পারেন।
বেতন রয়েছে 37,400 থেকে 67000 সাথে গ্রেডপে 9,500 টাকা।
এই পদে আবেদন ফি লাগবে ভারতীয় স্টেট ব্যাংক থেকে 500 টাকা এবং সংরক্ষিত শ্রেনীর জন্য 250 টাকা।
আবেদন করবেন [email protected] এই ইমেইল আইডি তে 6 অক্টোবর 2020 পর্যন্ত।
ডেমোস্ট্রেটর বা ক্লিনিক্যাল শিক্ষক:-
এই পদের জন্য মোট শূন্যপদ 72 টি সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ রয়েছে।
বয়স হতে হবে 01/09/2020 হিসেবে 45 বছরের মধ্যে। তাছাড়া বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা হতে হবে post graduate (MD/MS)
বেতন 9,000 থেকে 40,000 গ্রেড পে 5400 টাকা।
আবেদন করবেন [email protected] এই ইমেইল আইডি তে 6 অক্টোবর 2020 পর্যন্ত।
চাকুরির খবর দেখুন:- শ্রম দপ্তরে ১০ হাজার শূন্যপদে নিয়োগ বিস্তারিত পড়ুন
অ্যাসোসিয়েট প্রোফেসর:-
এই পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 9 টি। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ রয়েছে।
বয়স হতে হবে 01/09/2020 হিসেবে 45 বছরের মধ্যে। তাছাড়া বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা MCI এর নিয়োম অনুযায়ী যেমন লাগে তেমনি লাগবে। আপনি চাইলে www.mciindia.org এই সাইটে ভিজিট করে দেখতে পারেন।
আবেদন করবেন [email protected] এই ইমেইল আইডি তে 6 অক্টোবর 2020 পর্যন্ত।
সমস্ত নোটিশ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন click here ধন্যবাদ।
1 thought on “পশ্চিমবঙ্গ সাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নতুন শূন্যপদে একাধিক কর্মী নিয়োগ apply now”