পশ্চিমবঙ্গ পুলিশে কোস্টাল সিকিউরিটি স্কিমে টেকনিকাল স্টাফ পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা অন্য রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন এবং এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গ পুলিশে টেকনিকাল স্টাফ |
এখানে সমস্ত পদগুলির জন্য আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার আগে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে প্রথমে জেনে নিতে হবে তো চলুন এক নজরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে নেওয়া যাক:-
পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ স্টেশন গুলির জন্য এই টেকনিক্যাল স্টাফ নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। এই নোটিফিকেশনটি 2020 সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল এবং তখন এই cobid19 এর জন্য অফিশিয়াল ভাবে এই নিয়োগটি পিছিয়ে দেয়া হয় এবং আবারও নতুন করে এই নোটিফিকেশনটি বের করা হয়েছে এবং এখানে এপ্লিকেশন করার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।
এখানে মোট তিন ধরনের পদ রয়েছে যেমন:-
সাব-ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং কনস্টেবল।
মোট শূন্যপদ:- 139 টি
বেতন :- 22700 থেকে 82900 টাকা
এখানে সব পদের বেলায় বয়স হতে হবে 45 বছরের ভেতরে।
এই বয়সটি গুনতে হবে 01/01/2020 হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা যদি আপনি সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে :-
ভারতীয় নেভিতে পেট্টি অফিসার অথবা মূখ্য পেট্টি অফিসার পদে চাকরি করে থাকতে হবে। অথবা ভারতীয় উপকূল বাহীনির প্রধান নাবিক হিসেবে কাজ করে থাকতে হবে। অথবা বর্ডার সিকিউরিটি ফোর্সের ওয়াটার উইং সাব-ইন্সপেক্টর হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এর জন্য আবেদন করতে গেলে উপরের মতোই শিক্ষাগত যোগ্যতা লাগবে।
কনস্টেবল এর জন্য আবেদন করতে গেলে আপনাকে:-
উত্তম নাবিক অথবা জেনারেল ডিউটি নাবিক হিসাবে ভারতীয় উপকূল রক্ষাবাহিনীর টেকনিক্যাল বিভাগে কাজ করে থাকতে হবে। অথবা বর্ডার সিকিউরিটি ফোর্স এর ওয়াটার উইন কনস্টেবল হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা আইটিবিপি ফোর্সের ওয়াচার কনস্টেবল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অনলাইনে আবেদন করে শুরু এবং শেষ ডেট:- অনলাইন আবেদন করতে পারবেন 19/09/2020 থেকে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ 18/10/2020 পর্যন্ত।
দরখাস্তের জন্য অনলাইন টাকা কাটানোর শেষ সময় 20/10/2020।
6295302268