West Bengal health 600 new recruitment vacancy out, 600 new vacancy wbhrb 2020 details in Bengali ,wbhrb 600 new vacancy selection and application process in bengali

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

yuktidhara ব্লগে আপনাদের সকলকে স্বাগতম,

বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি এখানে WB Health 600 New vacancy রিক্রুটমেন্ট হবে।এর ভেতরে রয়েছে ডাক্তার পাশাপাশি রয়েছে এবং রয়েছে টেকনিশিয়ান এসমস্ত পদে নিয়োগ হবে। সমস্ত ডিটেলস জানতে গেলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়তে হবে।
খুব শিগগিরই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অফিশিয়াল ভাবে নোটিফিকেশন জারি করা হবে।
এই চাকরিটি হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে বিভিন্ন হাসপাতালে।অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস আপনারা জানতে পারবেন এখন থেকেই।
তো চলুন আমরা সরাসরি যে আপডেটটি পাওয়া গেছে সেটি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব।
দেখুন চারিদিকে এই যে করোনা পরিস্থিতি এই করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলিতে প্রায় 600 জন ডাক্তার ও টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নেয়া হয়েছে।এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে এবং তাদের ভেতরের সমস্ত রকমের আলোচনা সম্পন্ন করে ফেলেছে
পশ্চিমবঙ্গ সরকার অফিশিয়াল বিভাগ।
রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন হাসপাতালগুলিতে নিয়োগ করা হবে তিনি স্পষ্ট ভাবে বলেছেন এখানে কতজন নিয়োগ করা হবে। বন্ধুরা টোটাল এখানে 500 জন নিয়োগ করবে হাউস স্টাফ পদের পাশাপাশি কলকাতা পৌরসভার অধীনে 53 জন চিকিৎসক নিয়োগ হবে বলা হয়েছে।পাশাপাশি এখানে 18 টেকনিশিয়ান নিয়োগ এর কথা বলা হয়েছে। এই গুলি বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োগ হবে।সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের নিয়োগ করবে এটি সম্পর্কে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে।
আপনাদের রেক্রুটমেন্ট সেলেকশন প্রসেস কিন্তু খুব সহজ,সরাসরি আপনারা ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবেন। এবং চাকরিতে অংশগ্রহন করতে পারবেন,আপনাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ বোর্ডের তরফ থেকে পাশাপাশি সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রুগীরা ভর্তি হয় এবং তাদের শারীরিক অবস্থা জানার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি সুবিধা বের করেছে।
যেটিকে বলা হয়েছে Cobid Patient Management System যাবতীয় রোগ সম্পর্কে তথ্য জানতে পারবে পশ্চিমবঙ্গ সরকার।
তাছাড়া আপনারা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই চাকরিটির নোটিফিকেশনটি শিগগিরই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি দেখতে পারবেন।তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট টি ফলো করতে হবে।হেলথ রেক্রুটমেন্ট ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন।যখন পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়েবসাইটে নোটিফিকেশনটি তারা পাবলিশ করে দেবে।

এখানে আরো বলা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক করেছেন এবং cobid পরীক্ষা করতে গিয়ে অনেক সময় মানুষ অনেক ধরনের ভুলভাল রিপোর্টের সম্মুখীন হয়েছেন এবং সেখানে কিন্তু অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়েছেন।এজন্য পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং তিনি সকল মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন পরীক্ষা করার আগে দেখে নিতে হবে সরকারি স্ট্যাম্প।

তো চলুন আমরা এক নজরে জেনে নেবো বিস্তারিত তথ্য কিভাবে আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ এসমস্ত নোটিফিকেশনগুলো ফলো করবেন।

তার জন্য আপনি আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হোক না কেন আপনি প্রথমে চলে আসুন যেকোন ব্রাউজারে এবং তারপরে সার্চবাড়ে টাইপ করুন ডাবলু বি এইচ আরবি (WBHRB) তারপর সার্চ করুন।এবং সার্চ করার পর প্রথমে একটি লিংক পাবেন সে লিংক এর উপরে আপনি সরাসরি ক্লিক করুন যখন সেই লিংকে ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে
wbhrb »
wb health recruitment board 

যখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন তার ঠিক পরে আপনি আরও একটু নিচে আসুন এবং নিচে আসার পরে দেখতে পাবেন প্রথম একটি লিংক থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন তার ঠিক পরেই থাকবে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার এবং তার ঠিক পড়ে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি জায়গা।অ্যাডভার্টাইজমেন্ট এর জায়গাতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের লেটেস্ট লিংক
wbhrb2 »
official notification link list wbhrb


পশ্চিমবঙ্গ সরকার যখন অফিশিয়াল ভাবে এই নোটিফিকেশনটি জারি করবে আপনি এখান থেকেই সরাসরি সেই নোটিশটি দেখতে পাবেন এবং এই নোটিশটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে আপনি এপ্লাই এর জন্য লিংক দেখতে পাবেন সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন।তাই step-by-step এই ওয়েবসাইটটি আপনি ফলো করতে থাকুন এবং এই আর্টিকেলটি যদি আপনাকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন।ধন্যবাদ
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment