কিভাবে আবেদন করবেন
Asha worker job west bengal |
- শিক্ষাগত যোগ্যতা কত লাগবে
- বয়স কত লাগবে
- আবেদন করতে গেলে আপনাদের কোন কোন জিনিস গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে
- বিস্তারিত তথ্য আমরা এক নজরে দেখে নেব স্টেপ বাই স্টেপ
আবেদন করার আগে আপনাদের যে সমস্ত শর্তাবলী গুলি অবশ্যই জানতে হবে সেগুলি এখান থেকে দেখে নিন
শর্তাবলী
কেবলমাত্র বিবাহিত/বিধবা /আদালত কতৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন
দু’নম্বর শর্তাবলী আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে
প্রমাণস্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক বা রেশন কার্ডের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে
সম্প্রতি স্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসুত্র যাচাই করা হবে
শর্তাবলী প্রার্থীর বয়স 01.01.2020 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
তপশিলি জাতি তপশিলী উপজাতি প্রার্থীদের বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
শর্তাবলী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন।
উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে।উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা থাকবেন না দেখতে মানে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে সে ক্ষেত্রে আপনি যদি এখানে এক্সট্রা কোন কিছু লাভ ভাবছেন পাবেন সেক্ষেত্রে কোন লাভ হবে না।কেননা তারা আপনাদের এক্সট্রা কোন সুবিধা এখান থেকে দেবে না।
Deled online Admission 2020 details
এখানে শর্তাবলী পাঁচ নম্বরে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ,প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনাযোগ্য হবেন।
শর্ত নাম্বার 6 বলা হয়েছে সাব-সেন্টার সন্নিহিত গ্রাম সমূহের 2001 সালের জনগণনা তত্ত্ব প্রক্ষেপণ করে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত ক্ষেত্রে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শংসাপত্র দাখিল করা সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন। আপনার যদি থেকে থাকে সে ক্ষেত্রে কিন্তু আপনাদের সংরক্ষণের জন্য সার্টিফিকেটটি আপনি এখানে জমা করতে পারবেন।
আবেদন করার সময় যে সকল প্রমানপত্রের প্রতিলিপি জমা করতে হবে অবশ্যই এগুলি দেখে নিন
এক নাম্বারে বলা হয়েছে জন্মতারিখের শংসাপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড
এলাকার বাসিন্দা হিসাবে পরিচয় পত্র যেকোনো একটি আপনি দিতে পারবেন ভোটার অথবা আধার কার্ড
তিন নাম্বার উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র জাতিগত প্রমাণপত্র জাতি-উপজাতি হতে পারে আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি আপনি এখান থেকে দিতে পারবেন
মাধ্যমিক পরীক্ষার মার্কশীট আপনি দিতে পারবেন
উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ওয়ান গোষ্ঠীভুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্তদের প্রমাণপত্র
যদি আপনি এই সমস্ত কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে।দেখুন তারপরে
প্রার্থীর স্বাক্ষরসহ দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আপনার ফটোর উপরে আপনার অবশ্যই স্বাক্ষর করতে হবে,মানে আপনাকে সিগনেচার করে দিতে হবে দুই কপি ফটো আপনি দেবেন।তারপরে বলা হয়েছে
শংসাপত্র গুলির মধ্যে যেকোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। বন্ধুরা যখন আপনি আবেদন করবেন এই সমস্ত পদগুলির জন্য আপনি ভালভাবে দেখে নেবেন যে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো চেয়েছে আপনি দিয়েছেন কিনা সেখানে দিয়েছেন কিনা ভালোভাবে দেখে নেবেন। সেখান থেকে কোন রকম পড়ে যায় সে ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি তারা রিজেক্ট করে দিতে বাধ্য হবে।তারপরে বলা হয়েছে উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ সময় স্থান উল্লেখ যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি মানে আবেদনপত্র গ্রহণ করে তারপরে যখন তারা পরীক্ষার সময় এর জন্য তারা ব্যবস্থা করবে তখন আপনাকে এডমিট এর মাধ্যমে ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য এবং টাইম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাকে তারা জানিয়ে দেবে।
অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ন আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে কোনো কথা শুনা হবেনা যদি আপনাদের কোনরকম ভুল-ত্রুটি থেকে তাকে এপ্লিকেশন ফর্মে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান যেখানে আপনি আবেদনপত্র জমা দিবেন সেটি হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক এর করণ। আপনার সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিক এর কোন মানে আপনার নিকটবর্তী বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্ম টি।আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 1 আগস্ট 2020 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং শেষ হবে 31 আগস্ট 2020 .
আপনাকে আবেদন করতে হবে আবেদনপত্রটি সংযোজনী এবং ব্লক ভিত্তিক শূন্য পদের তালিকা অনুযায়ী উল্লেখিত এখানে করে দেয়া হয়েছে। যেহেতু এরিকুটমেন্ট হুগলী জেলাতে হবে সেহেতু হুগলি জেলার কোন কোন সাব ডিভিশনে এবং কোন কোন পঞ্চায়েতের আন্ডারে আপনাদের এই চাকরিটি হবে অবশ্যই আপনি এখান থেকে দেখে নিন।
প্রথমে যেটা আপনাদের দেখে নিতে হবে সেটি হচ্ছে কোন কোন সাব ডিভিশনে আপনাদের এই চাকরিটির জন্য নিয়োগ হবে প্রথমে সাব ডিভিশনের নাম দেখে নিন তারপরে আপনি দেখতে পাবেন পঞ্চায়েতের নাম।
- আরামবাগ সাব ডিভিশন
- চন্দননগর সাব ডিভিশন
- শ্রীরামপুর সাব ডিভিশন
- সদর সাব ডিভিশন
- সদর সাব ডিভিশন
যে সমস্ত জিপি গুলিতে মনে গ্রাম পঞ্চায়েতের এলাকায় রিকুটমেন্ট হবে
- মায়াপুর এক
- পশ্চিমপাড়া রাজহাটি এক
- পল 2
- রাজহাটি এক
- কৈকালা
- অলিপুর কাশিপুর
- পশ্চিম গোপীনাথপুর
- হরিপাল আশুতোষ
- পান্ত্ৰা
- চন্দনপুর
- হরিপাল সহদেব
- বারুইপাড়া পঞ্চগড়
- সিঙ্গুর 2
- নাসিবপুর
- বালিগড়ি 2
- অস্তরা দত্তপুর
- নবদ্বীপ
- ভগবতিপুর
- বেগমপুর
- পাঁচঘোড়া
- ফুরফুরা
- কোলাপুর
- জঙ্গিপারা
- রাধানগর
- নবগ্রাম
- কানাইপুর
- সিজা কামালপুর
- একতারপুর
- বাকুলিয়া ধবাপারা
- ব্যান্ডেল
- কোদালিয়া এক
- সমস্পুর 1
- গুরবারি এক
- গুরবারি 2
- ধনিয়াখালি এক
- ধানিয়াখালি 2
- গোপীনাথপুর
- খাজুরদাহা
- ভাস্তারা
- বেলমুড়ি
- গুরাপ
- দশঘড়া এক
- দশঘড়া 2
- রামেশ্বরপুর গোপালনগর
- সিমলা গড়
- sikira champta
- বটিকা বৈঞ্চি
- বেলুন দামাসিন
- 5 ঘোড়া তোরে গ্রাম
- এটাচুনা খায়ান
- মাকালপুর
- মহানাদ
- হরিৎ
- আমনান
সবমিলিয়ে এখানে টোটাল শূন্য পদ রয়েছে 110 টি প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এলাকার নাম লেখা হয়েছে এবং এখানে প্রতিটি গ্রামের নাম দেয়া হয়েছে আপনি সম্পূর্ণ ডিটেইলস জানতে হলে এবং সম্পূর্ণ ভ্যাকান্সি কতগুলি ভ্যাকান্সি রয়েছে সম্পূর্ণ ডিটেইলস জানতে হলে অবশ্যই আপনাকে অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিতে হবে।এবং অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশনেই দেয়া হয়েছে।তাই আপনি যখন এপ্লাই করবেন তখন আগে নোটিফিকেশনটি দেখে নেবেন এবং তারপরে আপনি আবেদন করবেন। আপনি অন্য জেলা থেকে আবেদন করবেন না ,শুধুমাত্র হুগলি জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করবেন।তাই আগে নোটিফিকেশন ডাউনলোড করে নেবেন তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম টি প্রিন্ট করে নেবে তারপরে আবেদন করবেন।
ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করে আপনি সরাসরি নোটিফিকেশন ও অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন
download
Read more job news
West bengal home guard recruitment 2020 click for details