Contractual civil Engineering job under WB govt

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল সিভিল ইঞ্জিনিয়ার এর সরকারি বিভাগে চাকরির জন্য দরখাস্ত চলছে। যদি আপনি এপ্লিকেশন করতে চান তাহলে খুব শিগগিরই এপ্লিকেশন করতে হবে। এপ্লিকেশন করতে চাইলে আপনি  সমস্ত তথ্য গুলি ভালো ভাবে দেখতে থাকুন। 

ইতিমধ্যেই এপ্লিকেশন শুরু হয়ে গেছে ভারতের যেকোনো জায়গা থেকেই আপনি এপ্লিকেশন করতে পারবেন। 
Civil Engineer
এখানে বিভিন্ন পদ রয়েছে যেমন:-
Assistant Engineer (civil)
Assistant Engineer (Mechanical)
Sub Assistant Engineer (civil)
Sub Assistant Engineer (Mechanical)
Assistant Engineer (Electrical)
Sub Assistant Engineer (Electrical)
এই সমস্ত চাকরি গুলি হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর অধীনে। 
এখানে যত গুলো শূন্যপদ রয়েছে প্রতিটির জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। চলুন এক এক করে সব ডিটেলস দেখেনিন :-
(1) Assistant Engineer (civil)
মিনিমাম শিক্ষাগত যোগ্যতা :- যে কোনো অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাস হতে হবে। 
কম্পিউটার এর বিভিন্ন ধরণের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স ১ জানুয়ারী ২০২০ হিসাবে ১৮ থেকে ৩৭ বছর এর মধ্যে হতে হবে। 
শূন্যপদ রয়েছে ১ টি। 
(2) SubAssistant Engineer (civil)
মিনিমাম শিক্ষাগত যোগ্যতা :- রাজ্য সরকারের যেকোনো কাউন্সিল বা টেকনিকাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সার্টিফিকেট পাস করে থাকতে হবে। 
বয়স ১ জানুয়ারী ২০২০ এর হিসাবে ১৮ থেকে ৩৭ বছরের ভেতরে হতে হবে। 
এই পদে শূন্যপদ রয়েছে ৪২ টি 
(3) Assistant Engineer (Mechanical)
মিনিমাম শিক্ষাগত যোগ্যতা :- রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। 
বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২০ হিসাবে ১৮ থেকে ৩৭ বছর এর মধ্যে। 
এই পদে শূন্যপদ রয়েছে ২৩ টি 
(4) Assistant Engineer (Electrical)
যেকোনো অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাস হতে হবে। 
কম্পিউটার এর বিভিন্ন ধরণের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স ১ জানুয়ারি ২০২০ হিসাবে ১৮ থেকে ৩৭ বছর এর মধ্যে হতে হবে। 
এই পদে শূন্যপদ রয়েছে  ১ টি। 
(5) Sub Assistant Engineer (Electrical)
মিনিমাম শিক্ষাগত যোগ্যতা :- রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারিং কাউন্সিল থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সার্টিফিকেট পাস হতে হবে। 
বয়স ১ জানুয়ারী ২০২০ হিসাবে ১৮ টি ৩৭ বছরের মধ্যে হতে হবে। 
এই পদে শূন্যপদ রয়েছে ১২ টি। 
এই রিক্রুটমেন্ট এর যত গুলি শূন্যপদ আছে সব পোস্ট এর জন্যই উর্ধ বয়স এর ক্ষেত্রে কাস্ট অনুযায়ী ছাড় রয়েছে , যেমন :- এস সি  এবং  এস টি  এদের জন্য ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় রয়েছে। ও বি সি  দেড় জন্য ছাড় রয়েছে ৩ বছর।  
কারা এপ্লিকেশন করতে পারবে :- পুরুষ এবং মহিলা সবাই এপ্লিকেশন করতে পারবে। 
আবেদন ফী কাদের কত টাকা :– জেনারেল এবং ও বি সি  দেড় ২২০ টাকা। 
এস সি  এবং  এস টি  দেড় জন্য  ৭০ টাকা। 
এই এপ্লিকেশন ফী টি একবার কাটিয়ে দিলে আর ফেরত পাওয়া যাবেনা। 
যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে। তারজন্য প্রথমে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কপোরেশন এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে www.mscwb.org
 তারপর রেজিস্ট্রেশন করে স্টেপ বই স্টেপ ফর্ম পূরণ করতে হবে। এর জন্য লাস্ট ডেট রয়েছে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। 
এই তথ্য গুলি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ 
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment