যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং নিজের রাজ্যেই সরকারি চাকরির জন্য খাটাখাটি করছেন তাহলে আপনার জন্য এটি বড়ো সুযোগ। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের এই জেলার ডিস্ট্রিক্ট অফিস এর বিভিন্ন দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারেন।
এখানে বিভিন্ন পোস্টের জন্য অনলাইন এ দরখাস্ত চলছে আপনি ইচ্ছে করলে আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আবেদন করতে পারেন,অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন।তবে আবেদন করার আগে কোন পদে কেমন যোগ্যতা নিবে সেটা দেখে নেওয়া দরকার।
তো চলুন আমরা এক নজরে সব গুরুত্তপূর্ণ তথ্যগুলি জেনেনিই :- এখানে আবেদন করতে হলে আপনাকে ভারতীয় বাসিন্দা হতে হবে।তাছাড়া পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হলেও আপনি আবেদন করতে পারবেন।ইতিমধ্যেই অনলাইনে আবেদন চলছে আবেদনের শেষ তারিখ ০৪.০৯.২০২০বৈকাল ৩ তা পর্যন্ত।
যে সমস্ত পদগুলিতে আবেদন করতে পারবেন সেগুলি হলো:- ডাটা এন্ট্রি অপারেটর ,মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ,সি সি ইউ টেকনিসিয়ান , সি সি ইউ মেডিকেল অফিসার।
পদ অনুযায়ী যোগ্যতা ও বেতন:- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মোট শূন্যপদ ৭ টি
এই পদের বেতন রয়েছে ১৩০০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা যেকোনো অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী সম্পূর্ণ করে .থাকতে হবে।সাথে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার এর বিভিন্ন কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদের নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউ ২০ মার্ক।
কম্পিউটার স্কিল টেস্ট ২০ মার্ক।
মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) পদের জন্য মোট শূন্যপদ ৭ টি।
এই পদের বেতন রয়েছে ১৭৫০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা লাগবে DMLT যেকোনো অনুমোদনপ্রাপ্ত কলেজ থেকে যেটা পশ্চিমবঙ্গ মেডিকেল ফ্যাকাল্টি দ্বারা অনুমোদিত। পশ্চিমবঙ্গের কাউন্সিল এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
এই পদের নিয়োগ পদ্ধতি DMLT এর চুড়ান্ত রেজাল্ট এর উপরে ৮০ মার্ক।
এবং ল্যাব স্কিল ১০ মার্ক।
ইন্টারভিউ ১০ মার্ক।
সি সি ইউ টেকনিশান পদের জন্য মোট শূন্যপদ ৪ টি।
এই পদের বেতন রয়েছে ১৭৫০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো অনুমোদনপ্রাপ্ত মেডিকেল কলেজ থেকে ক্রিটিকাল কেয়ার এর ডিপ্লোমা পাস করে থাকতে হবে।সাথে পচিমবঙ্গের প্যারা মেডিকেল এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
এই পদের নিয়োগ পদ্ধতি :-ফাইনাল পরীক্ষার নাম্বার এর উপর ৮০ মার্ক।
ইন্টারভিউ ২০ মার্ক।
সি সি ইউ মেডিকেল অফিসার পদের জন্য মোট শূন্যপদ ৪ টি।
এই পদের বেতন রয়েছে ৫০,০০০ হাজার টাকা প্রতি মাসে।
যোগ্যতা MBBS এবং সাথে MD করে থাকতে হবে।
এই পদের নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউ।
কোন পদের কবে ইন্টারভিউ হবে সব জানানো হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং সেখানেই বলে দেওয়া হবে কোথায় ইন্টারভিউ হবে।
কিভাবে আবেদন করবেন :- এর জন্য আপনাদের প্রথমে পশ্চিম মেদিনীপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে www.paschimmedinipur.gov.in এই সাইট এ। তারপর প্রথমেই যে লিংকটি থাকবে সেটিতে ক্লিক করুন। এবার আপনি দেখতে পাবেন এই রকম একটি পেজ :-
জেলার ডি এম অফিসে নিয়োগ |
এখানে আসার পরে নিচে আসবেন তারপর সেখানে আপনি মোবাইল থেকে হোক বা ল্যাপটপ বা কম্পিউটার থেকেই হোক দেখতে পাবেন whats new বলে একটি জায়গা থাকবে সেখানে দুনম্বর লিংকটিতে ক্লিক করুন।
এবার আপনি Apply online এর নিচের লিংক টিতে ক্লিক করুন। তারপর Online Apply তে ক্লিক করুন :-
এখানে ক্লিক করার পর এপ্লিকেশন করার ফর্মটি ওপেন হয়ে যাবে তখন আপনি এক এক ফাঁকা জায়গা গুলি পূরণ করে দেবেন ভালোভাবে।তারপর ফটো এবং সিগনেচার উপলোড করবেন ও আপনার সমস্ত ডকুমেন্ট গুলি দেবেন সেগুলি স্ক্যান করে উপলোড করে দিয়ে ফর্ম টি একবার চেক করে final submit করে দেবেন।