ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে ৩৩৪৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ ২০২০-২১ / মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে পশুপালন বিভাগে চাকরি

WhatsApp Group (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

 ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে ৩৩৪৮ টি শূন্যপদে যে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে দেখুন তার বিস্তারিত আপডেট সহ আবেদন পদ্ধতি ,শূন্যপদের বিন্যাস ,বয়স আরো বিভিন্ন তথ্য। 

https://www.yuktidhara.com/2020/08/bpnl-recruitment-3348-details-in-bangla.html
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে পশুপালন বিভাগে চাকরি 
ভারতীয় পশুপালন নিগম লিমিটেড বেকার ছেলে মেয়েদের সামনে চাকরির এক বড়ো সুযোগ নিয়ে হাজির হয়েছে। যারা এবছর বা আগেথেকেই মাধ্যমিক পাস করে আছেন বা উচ্চমাধ্যমিক পাস করে আছেন অথবা আপনি যদি গ্রাজুয়েশন সম্পূর্ণ করে বাড়িতে বসে আছেন একটি চাকরি পাওয়ার আশাতে , তাহলে আপনি এই ভারতীয় পশুপালন লিমিটেড এর চাকরির  আবেদন করতে পারেন। 
আপনি যেকোনো রাজ্যেই থাকুন না কেন আবেদন করতে পারবেন ,পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।তারজন্য আপনাকে কিছু গুরুত্বপর্ণ তথ্য আবেদন করার আগে জেনেনিতে হবে। যাতে আবেদন করার সময় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়।
আবেদন করার আগে আপনাকে জেনেনিতে হবে ,কোন পদে কত গুলি শূন্যপদ আছে। মোট কত রকমের পদ আছে সেগুলিতে কোনটাই কিরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তাছাড়া আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট টি কি রয়েছে ,সব তথ্যগুলি ঠিক থাকে ভাবে দেখে নেওয়ার পর আবেদন করুন তাতে আপনারই সুবিধা হবে.
ভারতীয় পশুপালন নিগম লিমিটেড একধিক শূন্যপদে এই কর্মী গুলি নিয়োগ করবে যেমন, বিক্রয় সহকারী , বিক্রয় উন্নয়ন কর্মকর্তা এবং বিক্রয় সহকারী বিভিন্ন পদ রয়েছে। যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে অতিসত্তর আবেদন করতে হবে। কেননা আবেদন করার জন্য সময় খুব কম রয়েছে। 
কোন পদে কত শূন্যপদ :- এখানে মোট শূন্যপদ আছে ৩৩৪৮ টি ,যার মধ্যে 
বিক্রয় সহকারী  পদে মোট শূন্যপদ :- ২৭০০ টি। 
বিক্রয় উন্নয়ন কর্মকর্তা পদে মোট শূন্যপদ :- ৫৪০ টি। 
সেলস ডেভেলপমেন্ট অফিসার পদে মোট শূন্যপদ :- ১০৮ টি। 
এখানে মোট শূন্যপদ বলা হয়েছে কোন কাস্ট তে কতটা সেটা বলা হয়নি সেটা তারা পরে ভাগ করেদিতে পারে। 
ভারতীয় পশুপালন নিগমের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন পদে কেমন লাগবে :-  
বিক্রয় সহকারী পদের জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস্ হতে হবে। 
সেলস ডেভেলপমেন্ট অফিসার পদে আবেদন করতে গেলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। 
সেলস ম্যানেজার পদে আবেদন করতে গেলে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। 
এই সমস্ত পদ গুলিতে আবেদন করতে আপনি যদি ইচ্ছুক হন তাহলে কোন পদে কেমন বয়স লাগবে জেনেনিন :-
বিক্রয় ম্যানেজার পদে বয়স লাগবে ২৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। 
বিক্রয় উন্নয়ন অফিসার এবং বিক্রয় সহকারী পদের জন্য বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। 
কোন পদে কেমন বেতন :- বিক্রয় সহকারী পদে বেতন ১৫ হাজার টাকা প্রতি মাসে। 
বিক্রয় উন্নয়ন অফিসার পদে বেতন ১৮ হাজার টাকা প্রতি মাসে। 
বিক্রয় ম্যানেজার পদে বেতন ২১ হাজার টাকা প্রতি মাসে। 
কিভাবে নিয়োগ হবে :- পশুপালন নিগম লিমিটের এর এই চাকরি গুলির জন্য দুবার পরীক্ষা নেওয়া হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা এবং তার পর হবে ইন্টারভিউ। সব শেষে এই দুটি পরীক্ষার নম্বর এর ভিত্তিতে তারা চূড়ান্ত নিয়োগটি সম্পন্ন করবে।
কিভাবে আবেদ করবেন :- আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এপলাই করতে হবে www.bharatiyapashupalan.com  তাছাড়া আবেদন করার সময় কোনো রকম জিজ্ঞাসার জন্য আপনি এই ওয়েবসাইট এর কন্টাক্ট নম্বর এ ফোন করে জিজ্ঞেস করতে পারেন।
কোথায় চাকরি হবে :- তাদের সাথে কন্টাক্ট করে যতদূর পর্যন্ত জানাগেছে ,যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেন তাহলে আপনার জব লোকেশান পশ্চিমবঙ্গেই হবে। মানে আপনি  যেখান থেকেই আবেদন করুন চাকরি আপনার নিজেই রাজ্যে নিজের জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকবে। 
                                                 
                                     যদি এই পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ 
Share post
যুক্ত হন আমাদের সাথে

Leave a Comment