পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের শিশুরা এবার থেকে আরও একটু স্বাধীন। সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, এখন থেকে মাত্র ১০ বছর বয়স হলেই শিশুরা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এবং চালাতে পারবে।
এই সিদ্ধান্ত ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে এই নিয়ম প্রযোজ্য হবে।
কী থাকছে এই নতুন নিয়মে?
- ১০ বছর বা তার বেশি বয়সী শিশুরা নিজের নামে সেভিংস বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে।
- নিজেরাই তা পরিচালনা করতে পারবে, অভিভাবকের সাহায্য ছাড়াই।
- ১০ বছরের নিচে হলে অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে।
- ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্ট চালু রাখতে সই, ছবি ইত্যাদি আপডেট করতে হবে।
- ব্যাঙ্ক চাইলে ইন্টারনেট ব্যাঙ্কিং, ATM কার্ড, চেকবুক দিতে পারবে।
- ওভারড্রাফট সুবিধা একেবারেই দেওয়া যাবে না।
RBI-র মতে, শিশুরা ছোট থেকেই যদি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে তারা আরও দায়িত্বশীল হয়ে উঠবে। আর এই নতুন নিয়ম সেই পথেই এক সাহসী পদক্ষেপ।
আরও পড়ুনঃ বাড়িতে বসে ইনকাম করার সুযোগ ।