পশ্চিমবঙ্গের মাধ্যমিক যোগ্যতায় MTS পদে নিয়োগ 2020-21

পশ্চিমবঙ্গের মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন সরকারী অফিসে MTS পদে কর্মী নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে।

WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

https://www.yuktidhara.com/2020/11/MTS-new-vacancy-details-in-bengali.html
 MTS job news

যদি আপনি পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করতে ইচ্ছুক এবং আপনি মাধ্যমিক পাস রয়েছেন তবে আপনি এখান থেকে পুরো বিস্তারিত জানতে পারবেন। কোন কোন বিভাগে নিয়োগ চলছে এবং কোন কোন পদে নিয়োগ চলছে কিভাবে আবেদন করতে হবে । 

বয়স থেকে শুরু করে সমস্ত ডিটেইলস নিম্নে আলোচনা করা হল:- 


WhatsApp Channel (Join Now) Join Now
Telegram Group (Join Now) Join Now

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট পশ্চিমবঙ্গ বিভাগে MTS পদের বেশকিছু শূন্যপদ প্রকাশিত হয়েছে। যেমন


MTS (Electrician) এমটিএস ইলেকট্রিশিয়ান। 


MTS (Electrical attendant) এমটিএস এলেক্ট্রাইক্যাল এটেনডেন্ট। 


MTS (Oparetor-Cum-Mechanic) এমটিএস অপারেটর কাম মেকানিক। 


এ সমস্ত পদগুলিতে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস যোগ্যতায় যদি আপনার নিম্নলিখিত যুক্ত গুলি থাকে। 


মোট শূন্যপদ

 সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ১৬ টি। 


শিক্ষাগত যোগ্যতা 

মাধ্যমিক পাস, সাথে আইটিআই দুই বছরের ডেড সার্টিফিকেট পাস হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন। 


বয়স

১লা আগস্ট ২০২০ হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের ভেতরে। 


বেতন

সব প্রতিবেদন প্রায় একই রকম ১৮০০০ থেকে ২২০০০ পর্যন্ত প্রতিমাসে। 


প্রার্থী বাছাই পদ্ধতি

সমস্ত পদের জন্য ইন্টারনেটের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। 


আবেদন পদ্ধতি

আবেদন করবেন অফলাইনে এ ফোর সাইজ অ্যাপ্লিকেশন ফর্ম এর সমস্ত ডিটেলস দিয়ে [email protected]

ইমেইল আইডিতে সাবমিট করতে হবে ২৩শে নভেম্বর এর মধ্যে। 

for more details visit – www.isi.ac.in






Share post

1 thought on “পশ্চিমবঙ্গের মাধ্যমিক যোগ্যতায় MTS পদে নিয়োগ 2020-21”

Leave a Comment